Monday, January 12, 2026

কর্নাটকের ফল ২৪-এর আগে বিজেপির জন্য শিক্ষা: কামিনী-কাঞ্চন প্রসঙ্গ তুলে ফের সরব তথাগত

Date:

Share post:

কর্নাটক(Karnataka) বিধানসভা নির্বাচনে(assembly election) বিজেপির(BJP) গোহারা হারের পর দক্ষিণ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গেরুয়া। লজ্জাজনক এই হারের পর এবার বিজেপির সমালোচনায় সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। কর্নাটকে বিজেপির ফলের সঙ্গে একুশের পশ্চিমবঙ্গের মিল খুঁজে পেলেন তথাগত। কর্নাটকে ও একই সুরে কামিনী কাঞ্চন ইস্যুতে সরব হলেন তিনি।

একুশে বাংলায় বিজেপির হারের প্রসঙ্গ তুলে ধরে কর্ণাটক ইস্যুতে কটাক্ষের সুরে টুইট করেন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, “কর্নাটকে রাজনীতি সম্পর্কে আমার ধারণা অত্যন্ত কম। কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত আমি যেটুকু বুঝলাম তাতে একুশে পশ্চিমবঙ্গের ভুলগুলি ২৩ শে কর্নাটকে একইভাবে ঘটানো হয়েছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে হেরেছিল কারণ ভোটের দায়িত্বে ছিলেন একদল দুর্নীতিগ্রস্ত ও নারীআসক্ত। দ্বিতীয়ত, বিজেপির সঙ্গে বাংলা যোগের বিষয়টি কখনও জোর দিয়ে দেখা হয়নি।” একইসঙ্গে তথাগত লেখেন, “কর্নাটকের এই ফল ২০২৪-এর জন্য একটা শিক্ষা।”

একই সঙ্গে একুশের অতীত টেনে ফের বিজেপিকে তোপ দেগে তথাগত লেখেন, “পুরোনো সময়ে যেসব বিজেপি কর্মীরা দলের সঙ্গে যুক্ত থেকে ছিলেন লড়াই করেছিলেন তাদের চেয়ে দলবদলুকের দলে নেওয়ার জন্য সর্বত্র সাংগঠনিক উন্মাদনা। মুকুল রায়কে করা হয়েছিল সর্বভারতীয় সহ-সভাপতি। রাজীব বন্দ্যোপাধ্যায় আরএক দলত্যাগীকে করা হয়েছিল বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য। যদিও তিনি কয়েকদিনের মধ্যে দল ছেড়ে তৃণমূলে ফিরে যান। এইসব পাগলামি রচয়িতাদের খুঁজে বের করার জন্য আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত কিছু পুনরায় খতিয়ে দেখা উচিত।”

অন্যদিকে তথাগত রায়ের এই মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “একুশে বাংলা যা করেছিল, তেইশে কর্নাটক করেছে, আর চব্বিশে দেশ তা অনুসরণ করবে। তথাগতবাবু কেন বলছেন বাংলার বিজেপি পচা, সর্বভারতীয় বিজেপি নিয়ে কেন কথা বলছেন না?”

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...