Sunday, November 16, 2025

কর্নাটকের ফল ২৪-এর আগে বিজেপির জন্য শিক্ষা: কামিনী-কাঞ্চন প্রসঙ্গ তুলে ফের সরব তথাগত

Date:

Share post:

কর্নাটক(Karnataka) বিধানসভা নির্বাচনে(assembly election) বিজেপির(BJP) গোহারা হারের পর দক্ষিণ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে গেরুয়া। লজ্জাজনক এই হারের পর এবার বিজেপির সমালোচনায় সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়(Tathagata Roy)। কর্নাটকে বিজেপির ফলের সঙ্গে একুশের পশ্চিমবঙ্গের মিল খুঁজে পেলেন তথাগত। কর্নাটকে ও একই সুরে কামিনী কাঞ্চন ইস্যুতে সরব হলেন তিনি।

একুশে বাংলায় বিজেপির হারের প্রসঙ্গ তুলে ধরে কর্ণাটক ইস্যুতে কটাক্ষের সুরে টুইট করেন তথাগত রায়। টুইটে তিনি লেখেন, “কর্নাটকে রাজনীতি সম্পর্কে আমার ধারণা অত্যন্ত কম। কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত আমি যেটুকু বুঝলাম তাতে একুশে পশ্চিমবঙ্গের ভুলগুলি ২৩ শে কর্নাটকে একইভাবে ঘটানো হয়েছে। ২০২১ সালে পশ্চিমবঙ্গে হেরেছিল কারণ ভোটের দায়িত্বে ছিলেন একদল দুর্নীতিগ্রস্ত ও নারীআসক্ত। দ্বিতীয়ত, বিজেপির সঙ্গে বাংলা যোগের বিষয়টি কখনও জোর দিয়ে দেখা হয়নি।” একইসঙ্গে তথাগত লেখেন, “কর্নাটকের এই ফল ২০২৪-এর জন্য একটা শিক্ষা।”

একই সঙ্গে একুশের অতীত টেনে ফের বিজেপিকে তোপ দেগে তথাগত লেখেন, “পুরোনো সময়ে যেসব বিজেপি কর্মীরা দলের সঙ্গে যুক্ত থেকে ছিলেন লড়াই করেছিলেন তাদের চেয়ে দলবদলুকের দলে নেওয়ার জন্য সর্বত্র সাংগঠনিক উন্মাদনা। মুকুল রায়কে করা হয়েছিল সর্বভারতীয় সহ-সভাপতি। রাজীব বন্দ্যোপাধ্যায় আরএক দলত্যাগীকে করা হয়েছিল বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য। যদিও তিনি কয়েকদিনের মধ্যে দল ছেড়ে তৃণমূলে ফিরে যান। এইসব পাগলামি রচয়িতাদের খুঁজে বের করার জন্য আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। সমস্ত কিছু পুনরায় খতিয়ে দেখা উচিত।”

অন্যদিকে তথাগত রায়ের এই মন্তব্য নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “একুশে বাংলা যা করেছিল, তেইশে কর্নাটক করেছে, আর চব্বিশে দেশ তা অনুসরণ করবে। তথাগতবাবু কেন বলছেন বাংলার বিজেপি পচা, সর্বভারতীয় বিজেপি নিয়ে কেন কথা বলছেন না?”

spot_img

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...