Sunday, August 24, 2025

মোদির আগেই বাইডেনের দেশে যাচ্ছেন রাহুল, নিউইয়র্কে রয়েছে ভারতীয়দের সমাবেশ

Date:

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে জুনে আমেরিকা যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে তাঁর সফরের আগেই ১০ দিনের সফরে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। জানা গিয়েছে, আগামী ৩১ মে আমেরিকার(America) যাবেন তিনি। সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কে পাঁচ হাজার ভারতীয়কে নিয়ে সমাবেশ করবেন কংগ্রেস নেতা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৩১ মে আমেরিকা পৌঁছবেন তিনি। সবমিলিয়ে এগারো দিন থাকবেন রাহুল। তার মধ্যেই ৪ জুন নিউ ইয়র্কে বিশাল জনসভা করবেন তিনি। বিখ্যাত ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের এই জনসভায় অন্তত ৫ হাজার প্রবাসী ভারতীয় যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই সফরে ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েকটি আলোচনাসভায় অংশ নেবেন রাহুল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবমিলিয়ে একরাশ কর্মসূচি হাতে নিয়ে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী।

এদিকে রাহুলের সফর শেষের পর আমেরিকা যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জুন ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আর মজবুত করতে প্রধানপন্ত্রির এই আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনায় বসবে ভারত ও আমেরিকা।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version