Saturday, November 15, 2025

মোদির আগেই বাইডেনের দেশে যাচ্ছেন রাহুল, নিউইয়র্কে রয়েছে ভারতীয়দের সমাবেশ

Date:

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে জুনে আমেরিকা যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে তাঁর সফরের আগেই ১০ দিনের সফরে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। জানা গিয়েছে, আগামী ৩১ মে আমেরিকার(America) যাবেন তিনি। সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি নিউ ইয়র্কে পাঁচ হাজার ভারতীয়কে নিয়ে সমাবেশ করবেন কংগ্রেস নেতা।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ৩১ মে আমেরিকা পৌঁছবেন তিনি। সবমিলিয়ে এগারো দিন থাকবেন রাহুল। তার মধ্যেই ৪ জুন নিউ ইয়র্কে বিশাল জনসভা করবেন তিনি। বিখ্যাত ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের এই জনসভায় অন্তত ৫ হাজার প্রবাসী ভারতীয় যোগ দেবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এই সফরে ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েকটি আলোচনাসভায় অংশ নেবেন রাহুল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সবমিলিয়ে একরাশ কর্মসূচি হাতে নিয়ে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী।

এদিকে রাহুলের সফর শেষের পর আমেরিকা যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জুন ভারতের প্রধানমন্ত্রীকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আর মজবুত করতে প্রধানপন্ত্রির এই আমেরিকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানানো হয়েছে হোয়াইট হাউসের তরফে। এছাড়াও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি বজায় রাখতে আলোচনায় বসবে ভারত ও আমেরিকা।

Related articles

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...

মডেল বিহার! SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল, ধুয়ে দিলেন কল্যাণ

বিহার নির্বাচনে বিজেপির ভালো ফলের পরে SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর শনিবার রাজ্যপালের (Governor) এই...

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...
Exit mobile version