Sunday, August 24, 2025

মোদি সরকারের(Modi Govt) নবম বর্ষপূর্তীতে নয়া সংসদভবন উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ২৬ মে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শোপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই বিশেষ দিনকে মাথায় রেখে ২৬ মে বা তার আশেপাশে কোনও একদিন সেন্ট্রাল ভিস্তা(Central Vista) প্রকল্পের অংশ এই নয়া সংসদ ভবন উদ্বোধন করা হবে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির ৯ বছর পূর্তী উপলক্ষ্যে ৩০ মে থেকে দেশজুড়ে ব্যাপক প্রচার ও জনসভার কর্মসূচীর লক্ষ্য নেওয়া হয়েছে বিজেপির(BJP) তরফে।

২০২০ সালের ডিসেম্বর মাসে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি। টাটা গোষ্ঠীকে বরাত দেওয়া দেওয়া এই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৭০ কোটি টাকা। ৬৫ হাজার বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। চার তলা ভবনের মূল অধিবেশন কক্ষে মোট ১,২২৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে। ফলে যৌথ অধিবেশনের সময় সহজেই সব সাংসদের স্থান সঙ্কুলান করা যাবে। অন্য সময়ে সেখানে লোকসভার অধিবেশন হবে। নতুন ভবনে সংবিধান হল নামে একটি বিরাট হল রয়েছে। সেখানে ১৯৪৭-এর ১৫ অগস্ট স্বাধীনতার দিন ভারতের আকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান কেমন ছিল, তা তুলে ধরা হয়েছে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কবিতার ইংরেজি অনুবাদ।

এদিকে কর্নাটকে ভরাডুবির পর দলকে চাঙ্গা করতে ও দলের ভাবমূর্তি ফেরাতে চলতি মে মাস থেকে নয়া কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, আগামী ৩০ মে থেকে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচারের জন্য দেশ জুড়ে জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্নাটকের ক্ষতে প্রলেপ দিতে আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version