Monday, November 3, 2025

শিরোনামে সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede), দুর্নী.তির অভি.যোগে প্রায় ১৩ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে চলল CBI তল্লা.শি। সমীরের নাম শাহরুখ পুত্রের সৌজন্যে জেনে গেছেন সবাই। বছর দুয়েক আগে মুম্বইয়ের এক প্রমোদ তরী থেকে মাদক নেওয়া অভিযোগে শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)-কে গ্রেফতার করেছিলেন এই এনসিবি(NCB Officer) অফিসারই। মাসখানেক জেলে থাকার পর জামিন পান আরিয়ান(Aryan Khan)। পরে অবশ্য চার্জশিট পেশ করার পর তাঁকে নির্দোষ বলে জানিয়েছে আদালত। কিন্তু এই সমীরকে ঘিরে বিতর্ক তখন থেকেই দানা বেঁধেছে। সমীর কি ইচ্ছে করে কিং পুত্রকে ফাঁসাতে চেয়েছিলেন? এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে বলিউডে। সমীরের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তি বৃদ্ধির প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। আর এখান থেকেই জন্ম নিয়েছে বড় প্রশ্ন , চক্রান্তের শিকার সমীর? নাকি তিনি নিজেই চক্রান্তকারী?

শুধু সমীর একা নন, তাঁর সঙ্গী দুই অফিসারের সঙ্গে বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। সংবাদে প্রকাশ পায় যে পরিকল্পনা করে আরিয়ানকে জেল থেকে ছেড়ে দেওয়ার জন্য নাকি প্রচুর টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। যেহেতু শাহরুখ খানের পরিবারের সদস্য জেলে বন্দি তাই এই সংক্রান্ত খবর ভাইরাল হতে বেশি সময় নেয়নি। আরিয়ান খান (Aryaan Khan)-কে জেল থেকে ছাড়ার জন্য প্রাথমিক ভাবে ১৫ কোটির দাবি করলেও পরবর্তীকালে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সমীর ওয়াংখেড়ে ও তাঁর দুই অফিসার বলেই অভিযোগ।এই বিষয়ে সমীরের দুই সঙ্গী পি কে গোসাভি ও প্রভাকর সাইলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বছর দুয়েক আগেই প্রভাকরের মৃত্যু হয়েছে। অন্যদিকে গোসাভি নিয়েছিলেন ৫০ লাখ টাকা যা তিনি ফেরত দিয়েছেন বলে জানা যায়।

প্রশ্ন হচ্ছে, সত্যিই কি ঘুষ নিয়েছিলেন সমীর।।সেই সময় অনেকেই বলেছিলেন শাহরুখ খানের বিরুদ্ধে কেন্দ্রের শাসক দলের একাংশ চক্রান্ত করছেন যেহেতু বলিউড বাদশা বিজেপি ঘনিষ্ঠ হিসেবে কখনই ধরা দেননি। আরিয়ানের গ্রেফতারিতে সমীরকে নিয়ে নানা অভিযোগের অংক প্রকাশ্যে এসেছে। কিন্তু এভাবে সিবিআই হানা দেওয়ায় কী বলছেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)? শোনা যাচ্ছে এই NCB অফিসার নাকি বলেছেন তিনি দেশভক্তির মাশুল গুনছেন। কিন্তু তিনি শেষ না দেখে ছাড়বেন না বলেই জানিয়েছেন। তাহলে কি তিনি চক্রান্তের শিকার নাকি তাঁর করা চক্রান্তের জাল ফাঁসলেন তিনি? ওয়াকিবহল মহলে একাধিক প্রশ্ন।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version