Sunday, November 16, 2025

নিত্যপ্রয়োজনীয় একাধিক জিনিসের দাম ক্রমশ ঊর্ধ্বগামী। এবার সেই তালিকায় যোগ হল গৃহস্থের রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরে। ভারত এবং অন্যান্য জিরে উৎপাদনকারী দেশগুলিতে ক্রমাগত সরবরাহের ঘাটতি দুশ্চিন্তা বাড়াচ্ছে মশলা ব্যবসায়ীদের।কারণ, চড়চড় করে বেড়েছে এই মশলার দাম। ইতিমধ্যে জিরের দাম প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীদের মতে, আপাতত এই মশলার দাম উপরের দিকেই থাকবে। জুনে নতুন ফসল বাজারে আসার পর জিরের মূল্য কমবে।
দেশের বৃহত্তম জিরের বাজার গুজরাটের উনঝায় এক মাসে আগেও এই মশলার দাম ছিল ২২০ টাকা প্রতি কিলোগ্রাম। কিন্তু বর্তমানে জিরের দাম পৌঁছেছে কিলোগ্রাম পিছু ৩২০ টাকায়। তবে এখানেই এই দাম থামবে বলে মনে করা হচ্ছে না। ৩৪০ টাকাতেও এক কিলোগ্রাম জিরে কিনতে হতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
এরই পাশাপাশি, এই বছর জিরে ব্যবসায়ীদের কাছে ৫৫ কিলোগ্রামের ব্যাগের মজুতের পরিমাণ মাত্র আট থেকে দশ লক্ষ। গত বছর এই ব্যাগের পরিমাণ ছিল প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ। উল্লেখ্য, গত এক বছর ধরে বিদেশ থেকে এই মশলার সরবরাহ কমেছে। ক্রেতারা কেনাকাটা করছেন। তবে আগামিদিনে সরবরাহ কম থাকলেও এই মশলার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।
গোটা বিশ্বের প্রায় ৭০ শতাংশ জিরের উৎপাদন ভারতেই হয়। এমনকী প্রচুর জিরে বিদেশে রফতানিও করে ভারত। এদিকে সেই জিরের উৎপাদনও এবার ধাক্কা খাচ্ছে।গত পাঁচ বছরের মধ্যে এবারই সবথেকে বেশি দাম বেড়েছে জিরের। পাইকারি বাজারে ১০০ কেজি জিরের দাম দাঁড়িয়েছে ১৩০০০টাকা। এদিকে ২০২১ সালে এই দাম ছিল ১২,৫২২ টাকা।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version