Saturday, November 15, 2025

বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন ববিতা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ অঙ্কিতাকে চাকরি ছাড়ার নির্দেশ দেন। সেই চাকরি পান ববিতা। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি । কয়েকদিনের মধ্যেই ববিতার চাকরির বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অনামিকা রায় নামে আরেক চাকরিপ্রার্থী।সেই মামলার শুনানি সোমবার হলেও, রায় স্থগিত রয়েছে। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রায়দান করবে আদালত।

কি অভিযোগ করেছিলেন অনামিকা?
তার বক্তব্য, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ না হওয়া সত্ত্বেও তিনি চাকরির আবেদনে ৬০ শতাংশ লিখেছিলেন। সে কারণেই ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে গিয়েছে। না হলেএই চাকরি তিনি পেতেন না। অনামিকার দাবি, এ চাকরি পেতেন তিনি। সেই মামলারই শুনানি হয় সোমবার।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি চলে যায় আদালতের নির্দেশে। এদিকে ববিতা ও স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেন অনামিকা। কমিশনের আইনজীবী সুতনু পাত্র আদালতে জানান, নতুন আবেদন করতে পারতেন অনামিকা। কিন্তু কারও জায়গায় এভাবে চাকরির আবেদন করা যায় না। অন্যদিকে রাজ্যের বক্তব্য, ভুল তথ্য দিয়েছেন ববিতা। তাই তাঁর চাকরি বাতিল হোক।
সবচেয়ে মজার বিষয় হল, ববিতা সরকারকে অতিরিক্ত ২ নম্বর দেওয়া হয়েছে, সে কথা নিজেই আদালতে স্বীকার করেছেন ববিতা।
তাঁর বক্তব্য, মামলা চলাকালীন এসএসসি জানিয়েছে, তাঁর অ্যাকাডেমিক স্কোর ৩৩। অথচ ফলাফল প্রকাশের পর দেখা যায় তার নম্বর কমে ৩১ হয়েছে। ববিতা নিজেই আদালতের উপর বিষয়টি ছেড়ে দিয়েছেন। ববিতার চাকরি নিয়ে কী নির্দেশ দেয় আদালত, মঙ্গলবারের রায়ের দিকেই নজর সবার।

 

Related articles

মডেল বিহার! SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল, ধুয়ে দিলেন কল্যাণ

বিহার নির্বাচনে বিজেপির ভালো ফলের পরে SIR নিয়ে পঞ্চমুখ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর শনিবার রাজ্যপালের (Governor) এই...

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে...

ইডেন থেকেই হাসপাতালে, চোট পাওয়া গিলকে নিয়ে আশঙ্কার কালো মেঘ

শনিবার সকাল থেকে শুভমান গিলকে(Suhbhaman Gill) নিয়ে উদ্বেগ ছিল ভারতীয় শিবিরে। সন্ধ্যায় সেই উদ্বেগ আরও দ্বিগুণ হল।দ্বিতীয় দিনের...

আইনি প্রক্রিয়া শুরুতে বাধা, মহুয়ার বিরুদ্ধে CBI-কে শুধু চার্জশিট দেওয়ার অনুমতি লোকপালের

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল লোকপাল (Lokpal)। চার সপ্তাহের মধ্যে...
Exit mobile version