Tuesday, November 4, 2025

ভাঁওতাবাজি নয়, অভিষেকের প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই শুরু রাস্তার কাজ

Date:

মিথ্যা প্রতিশ্রুতি, জুমলা বা ভাঁওতাবাজি নয়। যেমন কথা তেমন কাজ। ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে হাতেনাতে ফল। তৃণমূলের জনসংযোগ যাত্রায় বেরিয়ে মানুষের অভাব-অভিযোগ-সমস্যার কথা শুনে সমাধানের প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আশ্বাস দিয়ে গিয়েছিলেন অভিষেক। আর সোমবার থেকেই রাস্তার মাপজোক শুরু হয়ে যায় বড়বৈনান মণ্ডলপাড়ায়।

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকের বড়বৈনান মণ্ডলপাড়ার একটি রাস্তা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়নায় সভা করেন। তখনই বড়বৈনান মণ্ডলপাড়ার বেহাল রাস্তা দিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের সমস্যার কথাও শোনেন অভিষেক। সেখানে দাঁড়িয়েই তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা পার হতে না হতেই রাস্তা নিয়ে তৎপরতা শুরু।

বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টও করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছিলেন, “রায়নার জনসভায় উপস্থিত হওয়ার আগে বড়বৈনানের মণ্ডলপাড়ায় স্থানীয়দের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। এলাকাবাসী এখনও গ্রাম সড়ক যোজনার সুবিধা পাচ্ছেন না। তাঁরা তাঁদের ক্ষোভ আমাকে জানালেন। আমি কথা দিয়েছি, দিল্লির বুক থেকে আমি তাঁদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনবই। রাজধানী কাঁপবে জন আন্দোলনে। মানুষের জন্য যতদূর পর্যন্ত পৌঁছনো যায় আমি যাবো।” বিডিও অনিলা যশ জানান, এলাকার বাসিন্দাদের অভিযোগ শোনা হয়েছে। জেলা এবং ব্লকের প্রতিনিধিরাও পরিদর্শন করেছেন। রাস্তার জন্য ব্যয়ের খতিয়ান তৈরি হচ্ছে।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version