Sunday, November 9, 2025

১০৩ বছর ধরে ছাত্রছাত্রীদের কেরিয়ার গড়ার কারিগর জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট

Date:

Share post:

শিয়ালদহ বি বি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের ১০৩ বছর পূর্তিতে স্কিল ফেয়ার ২০২৩ এর শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিউটের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত । উপস্থিত ছিলেন ট্রাস্টির ডিরেক্টর অনির্বাণ দত্ত, এক্সিকিউটিভ ডিরেক্টর গৌরব দত্ত ,এক্সিকিউটিভ ডিরেক্টর অধিরাজ দত্ত ও ডিরেক্টর অনিন্দ্য দত্ত প্রমুখ।
জর্জ টেলিগ্রাফ ইনস্টিউটের প্রথম পথ চলা শুরু ১৯২০ সালে। ১০৩ বছরে তারা প্রায় ৭০ টি ব্রাঞ্চ গোটা পশ্চিমবঙ্গে তৈরি করেছেন। প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রায় একশর বেশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে এই জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটে। এখান থেকে পড়ুয়ারা তাদের দক্ষতা তুলে ধরতে পারেন শুধু তাই নয়, যোগ্যতা অনুযায়ী পছন্দের কোর্স করার সুযোগ পান এই ট্রেনিং স্কুল থেকে।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত জানালেন, জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট সকল ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পর কর্মসংস্থানের ব্যবস্থা করে। সংস্থা এখান থেকে ১০০% ছাত্র-ছাত্রীদের জব প্লেসমেন্ট দিয়ে থাকে। যারা পাশ করে বেরিয়ে গেছেন, তারা অনেকেই কারিগরি শিক্ষার উপর ব্যবসা থেকে শুরু করে বড় বড় কোম্পানিতে কাজ করছেন।

মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা তাদের কারিগরি শিক্ষার উপর বিভিন্ন প্রজেক্ট তৈরি করে মানুষের সামনে তুলে ধরেন।প্রায় দুই থেকে তিন মাসের কঠোর পরিশ্রমে তাদের এই প্রজেক্টগুলি তুলে ধরেন এই প্রদর্শনীতে।

এই প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা যে প্রজেক্টগুলি তুলে ধরেন তার মধ্যে ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার হার্ডওয়ার এন্ড এডভান্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,, কম্পিউটার হার্ডওয়ার অ্যান্ড এডভান্স নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, সোলার পাওয়ার টেকনোলজি, প্যারামেডিকেল সায়েন্স , বিউটি এন্ড ওয়েলনেস, ফিনান্স, ইন্টেরিয়র প্রভৃতি।
এছাড়াও জজ টেলিগ্রাফ সুভাষ ওপেন ইউনিভার্সিটি এন্ড পশ্চিমবঙ্গ স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ও ব্যাংকের এক্সিকিউটিভ পরিদর্শন করেন এই ফেয়ার। সঙ্গে ছিল একটি সঙ্গীত অনুষ্ঠান এবং কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ। সব মিলিয়ে জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান।

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...