Wednesday, November 5, 2025

‘সংখ্যালঘুদের’ উপর বাড়ছে আ.ক্রমণ! আমেরিকার রিপোর্টে বেকায়দায় মোদি সরকার  

Date:

Share post:

ভারতে বসবাসকারী ‘সংখ্যালঘুদের’ (Minorities) উপর বাড়ছে আক্রমণ। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করে বড়সড় প্রশ্ন তুলে দিল আমেরিকা (America)। মঙ্গলবারই বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ২০২২ সালের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিবেদন (International Religious Freedom Report) প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুদের উপর নেমে আসছে কালো ছায়া। ঘৃণা ভাষণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে লাগাতার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। আর আমেরিকার এমন রিপোর্ট প্রকাশের পরই প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার।

উল্লেখ্য, মাসখানেকের মধ্যেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই সফরের আগেই এবার ভারতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা সহ ধর্মস্থানে আক্রমণের অভিযোগের একাধিক কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রিপোর্টে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও তোলা হয়েছে বিস্তর প্রশ্ন। পাশাপাশি রিপোর্টে উঠে এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করছে যারা, কোনও কোনও ক্ষেত্রে তাদের প্রতি নরম মনোভাব দেখা যাচ্ছে কেন্দ্রের তরফে। মাসখানেক পরেই আমেরিকা সফরে যাওয়ার কথা মোদির। কিন্তু তার আগে ‘ধর্মীয় স্বাধীনতা’ নিয়ে আমেরিকার রিপোর্ট যে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছে সেকথা বলাই বাহুল্য। জানা গিয়েছে, বিশ্বের প্রায় দু’শোটি দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে রিপোর্টে।

তবে সেই রিপোর্টে ভারত সম্পর্কে বলা হয়েছে, গত বছর দেশের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। গুজরাট পুলিশ (Gujrat Police) সংখ্যালঘু সম্প্রদায়ের চার ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এবং গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ সরকারের (Madhya Pradesh) পুলিশ মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাড়ি ও দোকান ভাঙচুর করেছে বলে উঠেছে অভিযোগ।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...