Tuesday, December 23, 2025

‘সংখ্যালঘুদের’ উপর বাড়ছে আ.ক্রমণ! আমেরিকার রিপোর্টে বেকায়দায় মোদি সরকার  

Date:

Share post:

ভারতে বসবাসকারী ‘সংখ্যালঘুদের’ (Minorities) উপর বাড়ছে আক্রমণ। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করে বড়সড় প্রশ্ন তুলে দিল আমেরিকা (America)। মঙ্গলবারই বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ২০২২ সালের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত যে প্রতিবেদন (International Religious Freedom Report) প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, ভারতে সংখ্যালঘুদের উপর নেমে আসছে কালো ছায়া। ঘৃণা ভাষণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে লাগাতার প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। আর আমেরিকার এমন রিপোর্ট প্রকাশের পরই প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার।

উল্লেখ্য, মাসখানেকের মধ্যেই আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর সেই সফরের আগেই এবার ভারতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ নিয়ে প্রশ্ন তুলল আমেরিকা। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনা সহ ধর্মস্থানে আক্রমণের অভিযোগের একাধিক কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রিপোর্টে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি নিয়েও তোলা হয়েছে বিস্তর প্রশ্ন। পাশাপাশি রিপোর্টে উঠে এসেছে ধর্মীয় সংখ্যালঘুদের নিশানা করছে যারা, কোনও কোনও ক্ষেত্রে তাদের প্রতি নরম মনোভাব দেখা যাচ্ছে কেন্দ্রের তরফে। মাসখানেক পরেই আমেরিকা সফরে যাওয়ার কথা মোদির। কিন্তু তার আগে ‘ধর্মীয় স্বাধীনতা’ নিয়ে আমেরিকার রিপোর্ট যে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছে সেকথা বলাই বাহুল্য। জানা গিয়েছে, বিশ্বের প্রায় দু’শোটি দেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে রিপোর্টে।

তবে সেই রিপোর্টে ভারত সম্পর্কে বলা হয়েছে, গত বছর দেশের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। গুজরাট পুলিশ (Gujrat Police) সংখ্যালঘু সম্প্রদায়ের চার ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করেছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে এবং গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ সরকারের (Madhya Pradesh) পুলিশ মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাড়ি ও দোকান ভাঙচুর করেছে বলে উঠেছে অভিযোগ।

 

 

spot_img

Related articles

চিন্নাস্বামীতে ফিরছেন কিং কোহলি, বিরাট শো থেকে বঞ্চিতই থাকবেন দর্শকরা

চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছেন বিরাট কোহলি(Virat Kohli )। পদপিষ্ট কাণ্ডের ঘটনা এখনও ফিকে হয়নি।এরইমধ্যে ফের প্রিয় চিন্নাস্বামীতে (Chinnaswamy...

স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর মিক্সার গ্রাইন্ডারে দেহ টুকরো! ভয়ঙ্কর খুনের ঘটনা ফের যোগীরাজ্যে

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন স্বামী। তারপরেই সিদ্ধান্ত নিলেন স্ত্রী। প্রথমে ঘুমন্ত অবস্থায় স্বামীকে হাতুড়ি মেরে খুন...

গঙ্গাসাগর মেলার প্রশাসনিক প্রস্তুতি দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সমস্যা এড়াতে এবার বোরো অফিস থেকেই জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি

SIR প্রক্রিয়াতে যাতে নাগরিকদের ভোগান্তি না হয় সেজন্য শহরের সব বোরো অফিসে খোলা হচ্ছে বিশেষ কাউন্টার। কলকাতা পুরসভার...