Saturday, January 10, 2026

শহিদ মিনারে একক সভা কংগ্রেসের, লালের সঙ্গে বাড়ছে দূরত্ব!

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) ফল প্রকাশের পর থেকেই প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে কংগ্রেস (Congress)। সেই পালে হাওয়া লাগানোর চেষ্টা বাংলাতেও। এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের একটি সূত্র বলছে এবার শহিদ মিনারে (Shahid Minar) একক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই খবর প্রকাশ্যে আসার পরেই সন্দেহ বাড়ছে রাজনৈতিক মহলের। তাহলে কি এবার বামেদের (Left Front)সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস?

সাম্প্রতিক কালে বাম কংগ্রেস একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে, একথা নতুন নয়। এমন কী তৃণমূল বিরোধী আন্দোলনে বারবার একমঞ্চে দেখা গেছে হাত আর কাস্তে হাতুড়িকে। ২০১১তে রাজ্যে পালাবদলের পর ধস নেমেছিল কংগ্রেস শিবিরে। কিছু কিছু জায়গায় টিম টিম করে কংগ্রেসের প্রদীপ জ্বললেও বাকি রাজ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে তা আলাদা করে কোনও উৎসাহ যোগাতে পারেনি। কিন্তু সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর কিছুটা হলেও লাইম লাইট কাড়ার চেষ্টা করেছে কংগ্রেস। এরপরেই কর্নাটক নির্বাচনে দক্ষিণের রাজ্যকে বিজেপিকে পর্যুদস্ত করে শাসকের ভূমিকায় উঠে এসেছে কংগ্রেস। এমনকি বঙ্গের কংগ্রেস নেতারা দাবি করেন, বিজেপিকে হারাতে পারে কংগ্রেসই। এই অবস্থায় শহিদ মিনারে একক সভা করার সিদ্ধান্তের মধ্যে অন্য সমীকরণ খুঁজতে চাইছে রাজনৈতিক মহল। রাজ্য কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “যতদূর মনে পড়ছে এরাজ্যে কংগ্রেস শহিদ মিনারের নিচে শেষ সভা করেছিল ২০১৬ সালে। আমরা আত্মবিশ্বাসী, সভাস্থল সম্পূর্ণ ভরে যাবে।” এমনিতেই বামেরা এরাজ্যে শূন্য হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে হালে পানি পাওয়ার চেষ্টা করছে বামেরা। তাহলে কি সেই বন্ধুত্বে ছেদ পড়তে চলেছে? নাকি এবার কর্নাটকের ফলাফলে রাজ্যে কংগ্রেস নিজের অস্তিত্ব খুঁজতে চাইছে ? শহিদ মিনারের সভা এখন কংগ্রেসের নিজেদের দলীয় শক্তির মরচে সরানোর পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল!

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...