Wednesday, December 17, 2025

শহিদ মিনারে একক সভা কংগ্রেসের, লালের সঙ্গে বাড়ছে দূরত্ব!

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) ফল প্রকাশের পর থেকেই প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে কংগ্রেস (Congress)। সেই পালে হাওয়া লাগানোর চেষ্টা বাংলাতেও। এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের একটি সূত্র বলছে এবার শহিদ মিনারে (Shahid Minar) একক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই খবর প্রকাশ্যে আসার পরেই সন্দেহ বাড়ছে রাজনৈতিক মহলের। তাহলে কি এবার বামেদের (Left Front)সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস?

সাম্প্রতিক কালে বাম কংগ্রেস একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে, একথা নতুন নয়। এমন কী তৃণমূল বিরোধী আন্দোলনে বারবার একমঞ্চে দেখা গেছে হাত আর কাস্তে হাতুড়িকে। ২০১১তে রাজ্যে পালাবদলের পর ধস নেমেছিল কংগ্রেস শিবিরে। কিছু কিছু জায়গায় টিম টিম করে কংগ্রেসের প্রদীপ জ্বললেও বাকি রাজ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে তা আলাদা করে কোনও উৎসাহ যোগাতে পারেনি। কিন্তু সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর কিছুটা হলেও লাইম লাইট কাড়ার চেষ্টা করেছে কংগ্রেস। এরপরেই কর্নাটক নির্বাচনে দক্ষিণের রাজ্যকে বিজেপিকে পর্যুদস্ত করে শাসকের ভূমিকায় উঠে এসেছে কংগ্রেস। এমনকি বঙ্গের কংগ্রেস নেতারা দাবি করেন, বিজেপিকে হারাতে পারে কংগ্রেসই। এই অবস্থায় শহিদ মিনারে একক সভা করার সিদ্ধান্তের মধ্যে অন্য সমীকরণ খুঁজতে চাইছে রাজনৈতিক মহল। রাজ্য কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “যতদূর মনে পড়ছে এরাজ্যে কংগ্রেস শহিদ মিনারের নিচে শেষ সভা করেছিল ২০১৬ সালে। আমরা আত্মবিশ্বাসী, সভাস্থল সম্পূর্ণ ভরে যাবে।” এমনিতেই বামেরা এরাজ্যে শূন্য হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে হালে পানি পাওয়ার চেষ্টা করছে বামেরা। তাহলে কি সেই বন্ধুত্বে ছেদ পড়তে চলেছে? নাকি এবার কর্নাটকের ফলাফলে রাজ্যে কংগ্রেস নিজের অস্তিত্ব খুঁজতে চাইছে ? শহিদ মিনারের সভা এখন কংগ্রেসের নিজেদের দলীয় শক্তির মরচে সরানোর পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল!

 

 

spot_img

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যানে অগ্রগতি, শিলাবতী ও কাটান খালে সমীক্ষার সিদ্ধান্ত রাজ্যের

ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) রূপায়ণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। দীর্ঘদিন আটকে থাকা এই...

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...