Friday, November 14, 2025

স্ত্রীর বান্ধবীর নামেও ফ্ল্যাট শান্তিপ্রসাদের! CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য

Date:

নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর গ্রেফতার। এবার চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। SSC-র নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha) বিষয়ে সেখানে চাঞ্চল্যকর অভিযোগ জানিয়েছে CBI। বুধবার নিয়োগ মামলার একটি অতিরিক্ত চার্জশিট পেশ করে তারা জানায়, ওই ফ্ল্যাটটি শান্তিপ্রসাদ কিনেছিলেন তাঁরই স্ত্রীর বান্ধবীর নামে!

সিবিআই চার্জশিট অনুযায়ী, নিজের ফ্ল্যাটের উল্টোদিকের কমপ্লেক্সেই স্ত্রীর বান্ধবীর নামে একটি ফ্ল্যাট কিনেছিলেন শান্তিপ্রসাদ। মাস কয়েক আগে সেখানে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এদিন, সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি ছিল। নিয়োগ দুর্নীতির ২টি মামলায় শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- তপসিলি উপজাতির তকমা চাই, কুড়মিদের দাবিতে সহমত মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে প্রস্তাব পাঠাচ্ছে রাজ্য

সার্ভে পার্কে শান্তিপ্রসাদের ওই বেনামী ফ্ল্যাটে মার্চ মাসে এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে লক্ষ লক্ষ নগদ টাকা এবং দেড় কেজি সোনা উদ্ধার হয়। দেড় হাজার নামের একটি তালিকা পাওয়া গিয়েছিল বলে দাবি সিবিআইয়ের। চার্জশিটে সিবিআই জানায়, স্ত্রীর বান্ধবীর নামে ওই ফ্ল্যাটটি ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন শান্তিপ্রসাদ।

এদিন এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় চার্জশিট পেশ করে আদালতে। এই নিয়ে ২ দিনে ৩টি মামলায় চার্জশিট দিল সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ৭ নম্বর ধারা ছাড়াও ৪২০, ১২০বি, ৪০৯ ধারায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, আব্দুল খালেক, শান্তিপ্রসাদ-সহ ৬জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

 

 

Related articles

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...
Exit mobile version