Sunday, November 9, 2025

এসির গ্যাস ভরার সময় সেনার গাড়িতে বি.স্ফোরণ! শিলিগুড়িতে জ.খম এক জওয়ান সহ মোট ৪

Date:

গ্যারাজে (Garage) গাড়ির কাজ চলাকালীন আচমকাই সেনাবাহিনীর (Army) একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ (Blast)। বুধবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) গ্যারাজে ওই গাড়িতে এসির গ্যাস (AC Gas) ভরার সময় আচমকা বিস্ফোরণে জখম হলেন চার জন। শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবি পাড়ার ঘটনা। আহতদের (Injured) ইতিমধ্যে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন একটি গ্যারাজে সেনা আধিকারিকের গাড়িটিতে এসির কাজ চলছিল। আর সেইসময় গাড়ির এসিতে গ্যাস ভরার সময় ভয়ানক বিস্ফোরণ হয়। গাড়িটিতে কাজ করছিলেন তিন গ্যারাজ কর্মী। আর বিস্ফোরণের জেরে তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন। বিস্ফোরণে গুরুতর জখম হন চার জন। আহতদের নাম সাহেব বিশ্বাস, সঞ্জয় সরকার এবং চিত্ত বিশ্বাস। দুর্ঘটনায় জখম হয়েছেন এক সেনা কর্মীও। তবে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর মানিক দে। তিনি জানান, এসির গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটেছে। এই দোকানের মালিককে আগে একাধিক বার বলেছি লোকালয় থেকে দোকান সরানোর জন্য। কিন্তু, তার পরেও এখানেই গ্যারাজ চালাচ্ছে তারা। এখানে সেনার গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট আওয়াজ হয়।

তবে বুধবার জনবহুল এলাকায় এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। গ্যারাজের আশপাশে প্রচুর আবাসন রয়েছে। সকলেই আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং আহত গ্যারেজ কর্মীদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করে। তবে এদিন দুর্ঘটনার পর দেখা যায় বিস্ফোরণে গাড়িটির যন্ত্রাংশ টুকরো টুকরো হয়ে ছিটকে গিয়েছে। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও সেনাবাহিনীর তরফ থেকেও আলাদাভাবে এই ঘটনার বিষয়ে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version