Wednesday, November 5, 2025

আন্দোলনকে জাতীয় রূপ দিতে কুস্তিগিরদের ধর্না রামলীলা ময়দানে সরানোর প্রস্তুতি শুরু!

Date:

যন্তর মন্তরে ২৪ দিন ধরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা।বুধবারের পর প্রতিবাদের জায়গা পরিবর্তন করতে পারেন কুস্তিগিররা।জানা গিয়েছে, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটরা তাঁদের আন্দোলন সরিয়ে নিয়ে যেতে পারেন দিল্লির রামলীলা ময়দানে। তাঁরা এই আন্দোলনকে জাতীয় রূপ দিতে চাইছেন।

কী বলছেন কুস্তিগিররা? ধর্নার স্থান পরিবর্তন নিয়ে সাক্ষী বলেছেন, ‘‘রামলীলা ময়দানে ধর্নায় বসার বিষয়টি আলোচনার স্তরে আছে। খুব তাড়াতাড়ি আমরা এ নিয়ে সিদ্ধান্ত জানাব।’’ যন্তর মন্তর থেকে তাঁরা সম্পূর্ণ সরে যাবেন কি না, সেই বিষয়েও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সাক্ষী। ধর্নার জায়গা রামলীলা ময়দানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ আগেই দিয়েছিলেন ভীম আর্মি সভাপতি চন্দ্রশেখর আজাদ। কারণ, যন্তর মন্তরের থেকে রামলীলা ময়দানে জায়গা অনেক বেশি। ধর্না মঞ্চ সেখানে সরিয়ে নিয়ে গেলে আন্দোলনকে জাতীয় রূপ দেওয়া সহজ হবে। মঙ্গলবার রাতেও অনুগামীদের নিয়ে এই বিষয়ে কুস্তিগিরদের সঙ্গে আলোচনা করেন চন্দ্রশেখর।
প্রসঙ্গত, এর আগে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি এবং খাপ পঞ্চায়েতের নেতারা সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারকে ২১ মে পর্যন্ত সময় দিয়েছিলেন। তার মধ্যে উপযুক্ত পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা। তাই প্রয়োজনে ২১ মের পর ধর্নার জায়গা যন্তর মন্তর থেকে রামলীলা ময়দানে সরিয়ে নিয়ে যেতে পারেন আন্দোলনকারীরা।
ওয়াকিবহালমহলের মতে, যন্তর মন্তরে এ ভাবে বসে থাকলে কেন্দ্রের টনক নড়বে না। দাবি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলন দরকার।কুস্তিগিরেরাও আন্দোলনকে বৃহত্তর রূপ দেওয়ার চেষ্টা করছেন। অলিম্পিক্স পদক জয়ী বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন তাঁরা।

জানা গিয়েছে, যন্তর মন্তর থেকে কনট প্লেসের কাছে হনুমান মন্দির পর্যন্ত পদযাত্রাও সিদ্ধান্ত নিয়েছেন বজরং, বিনেশরা।কুস্তিগিরদের আন্দোলন শুরু হওয়ার পর চাপের মুখে কুস্তি সংস্থার সভাপতি পদে ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ।এখন ধর্নার জায়গা বদল হলে কেন্দ্রের ওপর চাপ যে আরও বাড়বে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Related articles

‘সুফল বাংলা’ থেকে ‘উত্তরণ’: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই নিউ ইয়র্ক জয় মামদানির!

পরিবর্তনের ডাক। মা-মাটি-মানুষের জন্য স্লোগান। উন্নয়নমূলক পদক্ষেপে নাগরিক স্বাচ্ছন্দে জোর। একের পর এক জনমুখি প্রকল্প ঘোষণা। বাংলায় সাধারণ...

মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ‘ভোটার’ মমতা বন্দ্যোপাধ্যায় 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই রাজপথে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন...

মোদিকে জার্সি উপহার ভারতীয় দলের, বিশ্বকাপজয়ীদের সঙ্গে কী কথা বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)সঙ্গে দেখা করলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার পক্ষ থেকে একটি জার্সি উপহার...

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...
Exit mobile version