Thursday, August 28, 2025

ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত: এগরা-কাণ্ড নিয়ে মোদি-শাহকে তো.প অভিষেকের

Date:

এগরার বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে এবার কেন্দ্রের মোদি সরকারকে কাঠগড়ায় তুললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তোপ দাগেন অভিষেক। তাঁর অভিযোগ, একশো দিনের টাকা না পেয়ে বাধ্য হয়ে এগরার বাজি কারখানায় যোগ দিয়েছিলেন। বিস্ফোরণে মৃত্যু হয় তাঁদের। এর দায় নরেন্দ্র মোদি-অমিত শাহ (Narendra Modi-Amit Shah) এড়াতে পারেন না বলে তীব্র আক্রমণ করেন অভিষেক। ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

“যে ২ মহিলা মারা গিয়েছেন, তাঁরা ১০০ দিনের কাজ করতেন। জবকার্ড হোল্ডার। ১০০ দিনের টাকা পাচ্ছেন না বলে পেট চালাতে বলে বাজি কারখানায় কাজ নিয়েছিল এর দায় কার!” প্রশ্ন তোলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, ”১০০ দিনের টাকা দিলে দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না। এই দু’জনকে হারাতাম না! বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আমি মনে করি, ন্যূনতম বিবেকবোধ থাকলে পদত্যাগ করা উচিত। এই দুজন মহিলা বেঁচে থাকতে পারত, একশো দিনের টাকা পেলে।” এরপরেই মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”২ কোটি ৬৫ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা আটকে রেখেছে। নরেন্দ্র মোদি এসব কথা ভাবে না। আমাদের সরকার মানবিক। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে হাজার টাকা দিই। আর আধার-প্যান সংযুক্ত করে ১০০০ টাকা কেড়ে নিচ্ছে মোদি সরকার।”

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version