Sunday, May 4, 2025

“কথার জাগলারিতে অভিষেককে সিবিআই তলব, সারদাকর্তার বয়ানে কেন ডাক পাবে না শুভেন্দু?”

Date:

রাজনৈতিক প্রতিহিংসার ছবিটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। শকুনের রাজনীতি করছে বিজেপি (BJP)। কথার জাগলারিতে নাম জড়িয়ে জিজ্ঞাসাবাদ।” নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) একটি বক্তব্য এবং চিঠি মামলাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই-এর তলব ইস্যুতে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

দীর্ঘ ২৫দিন রাজনৈতিক কর্মসূচির জন্য জেলা চষে ফেলছেন অভিষেক (Abhishek Banerjee)। মানুষের বিপুল সাড়া। তারই মাঝে নূন্যতম সময় না দিয়ে নোটিশ। আগামিকাল শনিবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিবিআই (CBI)। মানবিক দিক থেকে বিষয়টি বিবেচনা করে অন্তত ৪৮ ঘন্টা আগে নোটিশ দেওয়া উচিত ছিল বলেই মনে করছে তৃণমূল (TMC)। তবে সমন পেয়ে তড়িঘড়ি বাঁকুড়া থেকে কলকাতার পথে রওনা দিয়েছেন তিনি।

জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে তৃণমূলের শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। অভিষেককে সিবিআই তলব ইস্যুতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন সুর চড়িয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, এমন অভিযোগ তোলেন শাসক দলের মুখপাত্র। এদিন কুণাল বলেন, “যে ঘটনার বা মামলার ত্রিসীমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র কথার জাগলারিতে তাঁর নামটা জড়িয়ে জিজ্ঞাসাবাদ করা, তাকে ডাকা, এটা কোন রাজনীতি? তদন্তের স্বার্থে তো এই মামলায় সিবিআইয়ের অভিষেককে ডাকার দরকার পড়েনি। অভিষেক কিছু মন্তব্য করেছেন, কোনও এক বন্দি কোনও একটা মন্তব্য করেছেন। তড়িঘড়ি অভিষেককে ডাকতে হবে? অকারণে ডাকবে কেন? অভিষেক তো অতীতে তদন্তের মুখোমুখি হয়েছেন।”

অতীতের একাধিক উদাহরণ টেনে কুণাল ঘোষ কেন্দ্রীয় এজেন্সির এমন ভূমিকার তীব্র নিন্দা করেছেন। তাঁর কথায়, “যদি একজন বন্দির চিঠির ভিত্তিতে অভিষেককে ডাকতে এতটা তৎপর হন, তবে সারদার কর্ণধার সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে সম্পূর্ণ আইনসম্মতভাবে কোর্টে যে লিখিত বয়ান দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর নাম আছে। নারদ মামলায় এফআইআর-এ নাম থাকা শুভেন্দুকে ধরা হচ্ছে না, তিনি বিজেপি করছেন বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশকে ভয় পান না। তবে অকারণে ডাকবে কেন? কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হয়, তবে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হবে না?”

 

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version