Tuesday, May 6, 2025

ঘটা করে নামিবিয়া (Namibia) থেকে চিতা (Cheetah) নিয়ে এসে নিজের নাম ফলাও করতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কিন্তু কুনো জাতীয় অভয়ারণ্যে (Kuno National Park) চিতা থাকার মতো পরিবেশ রয়েছে কি? একের পর এক চিতা মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞরা এই প্রশ্নই তুলতে শুরু করেছেন। এবার মাত্র এক মাসের ব্যবধানেই পরপর তিনটি চিতার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি কেন্দ্রের দিকেও আঙুল তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারোল (Justice BR Gavai and Justice Sanjay Karol)। গত বৃহস্পতিবার কোর্টের তরফে কেন্দ্রকে জানান হয় যে, বিশেষজ্ঞদের রিপোর্ট ও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে কুনো জাতীয় উদ্যানে চিতাগুলির থাকার জন্য় পর্যাপ্ত জায়গা নেই। সেই কারণেই কেন্দ্রকে বিদেশ থেকে আনা চিতাগুলিকে স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করে দেখতে বলা হয়।

কোনও চিতা শারীরিক অসুস্থতায় ভুগছে, কেউ আবার খাবার না পেয়ে অনাহারে প্রায় মরতে বসেছে। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া থেকে আনা চিতাগুলির অবস্থা বেশ করুণ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায় প্রয়োজনে চিতাগুলিকে মধ্য প্রদেশের কুনো জাতীয় উদ্যান থেকে স্থানান্তর করে রাজস্থানে নিয়ে যাওয়া যায় কিনা, তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে কেন্দ্রকে বলা হয়, “মনে হচ্ছে, কুনোয় এত সংখ্যক চিতার বাসস্থানের জন্য পর্যাপ্ত জায়গা নেই। এক জায়গায় অতিরিক্ত সংখ্যক চিতা রাখা হয়েছে। আপনারা রাজস্থানে কেন চিতার বসবাসযোগ্য জায়গা খুঁজছেন না? শুধুমাত্র রাজস্থান বিরোধী দল দ্বারা শাসিত বলে আপনারা সেখানে চিতা পাঠাবেন না, এরকম হতে পারে না।” রীতিমতো কেন্দ্রকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য্য ভাটি জানান, কেন্দ্রের তরফে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে চিতার মৃত্যুর কারণ নিয়ে। অন্য জাতীয় উদ্যানেও চিতাদের স্থানান্তরিত করা যায় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...
Exit mobile version