Thursday, November 6, 2025

ইডেনে সবুজ মেরুন জার্সি পরে নামার আগেই বিতর্ক, লখনৌর সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হল পোস্ট

Date:

আগামীকাল ইডেনে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম‍্যাচে কেকেআরের মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস। এই ম‍্যাচেই আইএসএল জয়ী মোহনবাগানকে সম্মান জানাতে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনৌ। সেই জার্সি ইতিমধ্যেই উন্মোচন করেছেন লখনৌ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। তবে লখনৌ যে ইডেনে সবুজ মেরুন জার্সি পরে নামবে তা নিয়ে পোস্ট করেছিল মোহনাগানের সোশ্যাল মিডিয়ায় এবং লখনৌ-এর সোশ্যাল মিডিয়া। আর এই নিয়ে শুরু হল বিতর্ক। সরিয়ে দিতে হল এই জার্সি সংক্রান্ত সমস্ত পোস্ট। সূত্রের খবর, এই নিয়ে আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর তারপরই পোস্ট মুছে ফেলে লখনৌ এবং মোহনবাগান।

 

সূত্রের খবর, কলকাতা নাইট রাইডার্স লখনউ-এর এমন আচরণে বেশ ক্ষুব্ধ। যদিও প্রকাশ্যে তাঁরা মুখ খোলেননি। তবে সূত্রের খবর, কেকেআর-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল-এর দলগুলি তাদের নিজেদের শহরের কিছু প্রচার করার জন্য নিজেদের পরিচিত জার্সি ছাড়া অন্য জার্সি পরে খেলতে নামে। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবুজায়নের বার্তা দিতে সবুজ রঙের জার্সি পরে নামে। তবে লখনউ-এর ক্ষেত্রে ব্যাপারটা একেবারে আলাদা। শহরের ফুটবল দলের প্রচার করতে এমন জার্সি পরে মাঠে নামতে চাইছেন ক্রুনাল পান্ডিয়ারা। এমনটাই অভিযোগ কেকেআর-এর। পাশাপাশি আরও একটা অভিযোগ করেছে কেকেআর। তাদের দাবি, বৃহস্পতিবারের প্রেস কনফারেন্স-এ মোহনবাগানের জার্সি উন্মোচনের পাশাপাশি আপামর কলকাতাবাসীর সমর্থন চেয়েছেন লখনউ কর্তারা। আর এমন আবেদন স্বার্থের সংঘাতের সামিল। তবে জানা যাচ্ছে, জার্সি পরে নামতে কোনও জটিলতা নেই। তবে অবশ্যই সেই জার্সি নিয়ে প্রচার করতে পারবে না লখনৌ সুপার জায়ান্টস। এমনটাই নাকি জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল-এর পক্ষ থেকে।

আরও পড়ুন:আগামী বছর টেনিসকে বিদায় জানানোর ইঙ্গিত নাদালের, নাম তুলে নিলেন ফরাসি ওপেন থেকে

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version