ঘটা করে নামিবিয়া (Namibia) থেকে চিতা (Cheetah) নিয়ে এসে নিজের নাম ফলাও করতে চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কিন্তু কুনো জাতীয় অভয়ারণ্যে (Kuno National Park) চিতা থাকার মতো পরিবেশ রয়েছে কি? একের পর এক চিতা মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞরা এই প্রশ্নই তুলতে শুরু করেছেন। এবার মাত্র এক মাসের ব্যবধানেই পরপর তিনটি চিতার মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি কেন্দ্রের দিকেও আঙুল তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারোল (Justice BR Gavai and Justice Sanjay Karol)। গত বৃহস্পতিবার কোর্টের তরফে কেন্দ্রকে জানান হয় যে, বিশেষজ্ঞদের রিপোর্ট ও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে কুনো জাতীয় উদ্যানে চিতাগুলির থাকার জন্য় পর্যাপ্ত জায়গা নেই। সেই কারণেই কেন্দ্রকে বিদেশ থেকে আনা চিতাগুলিকে স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করে দেখতে বলা হয়।