Monday, May 5, 2025

রয়্যাল বেঙ্গলের মতো মাথা উঁচু করে বাঁচব: সাড়ে ৯ ঘণ্টা পর বেরিয়ে হুঙ্কার অভিষেকের

Date:

“দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে বাঁচব।” শনিবার, সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর থেকে বেরিয়ে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। একই সঙ্গে তীব্র কটাক্ষ করে অভিষেক বললেন, “যারা জিজ্ঞাসাবাদ করেছে তাদেরও সময় নষ্ট, আমারও।”

ঘড়ির কাঁটা সকাল à§§à§§ টা ছোঁয়ার দু মিনিট আগেই নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন অভিষেক। তারপর ৯ ঘণ্টা ৪০ মিনিট। বুক ফুলিয়ে নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক। সাফ জানালেন, “প্রথম থেকে এদের টার্গেট অভিষেক। যা প্রশ্ন করেছে, সব প্রশ্নের উত্তর দিয়েছি। যারা জিজ্ঞাসা করেছে তাদেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। কারা এগুলো করছে পরিষ্কার বোঝা যাচ্ছে।” যেভাবে তৃণমূলে নবজোয়ার-এ মানুষ যোগ দিচ্ছেন, তাতে ভয় পেয়েই কর্মসূচি মাঝখানে তাকে হেনস্থা করতে চাইছে বিজেপি। সেই কারণেই এজেন্সি লেলিয়ে দেওয়া হয়েছে। অভিষেকের কথায়, এই রাজনৈতিক ষড়যন্ত্রগুলো মানুষ ধরে ফেলেছে।

এরপরেই তীব্র আক্রমণ করে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমায় ডাকল কুন্তল ঘোষের চিঠিতে নাম বলে। সুদীপ্ত সেন চিঠিতে লিখেছেন, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী তাঁর থেকে টাকা নিয়েছেন! তাহলে তাঁদের ডাকা হবে না কেন? অমিত শাহ বলেছেন, মোদির নাম নেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। তাহলে তাঁকে ডাকা হয়নি কেন?” অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তুলে অভিষেক প্রশ্ন তোলেন, “কেষ্ট মণ্ডলের মেয়ের সম্পত্তি বেড়েছে বলে গ্রেফতার আর জয় শাহের হাজার কোটি টাকা নিয়ে ফুর্তি করছে তাকে ডাকা হবে না কেন?”

বিজেপির FIR- নাম থাকা শুভেন্দু অধিকারীকে কতবার ডেকেছে! গ্রেফতার হয়েছে? শুভেন্দু বিজেপির সম্পদ! দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দলিল পাওয়া গেল। তাঁকে ডাকা হল না কেন?অভিষেক সাফ জানান, “আমি তো কুন্তল ঘোষের নাম নিইনি। সংবাদমাধ্যম গিয়ে কুন্তল ঘোষকে জিজ্ঞাসা করেছে। কুন্তল ঘোষের নাম আমি নিইনি। মদন মিত্র, কুণাল ঘোষের কথা বলেছি।”

আরও পড়ুন- সওয়া ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে নিট ফল শূন্য: অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান তাকে যা নাম জিজ্ঞাসা করা হয়েছে তাদের বেশিরভাগই পূর্ব মেদিনীপুর আর মুর্শিদাবাদের এজেন্ট। শুভেন্দুর নাম না করে অভিষেক প্রশ্ন তোলেন, সেই সময় এলাকার তরফে দায়িত্বে কে ছিল?

এরপরই হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, “দিল্লির পোষা কুকুর হয়ে থাকব না। রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে বাঁচব। তবে এই এজেন্সির কাছে এটুকু সৌজন্য আসা করি। ২০ তারিখ বলে ২২ তারিখ ডাকুন। আমার কর্মসূচি বাতিল করে আসতে হচ্ছে। বলেছিলাম ক্ষমতা থাকলে গ্রেফতার করুক। ইনকাম ট্যাক্স, ইডি করেও মেরুদণ্ড বাঁকাতে পারছেন না।” অভিষেক বলেন, “আমি মাথা নত করার লোক নই। লড়াই করার লোক। যত ক্ষমতা প্রয়োগ করার করুক আরও দ্বিগুণ মানসিকতা নিয়ে ঝাঁপাব।” জনসংযোগ যাত্রা বন্ধ করে কলকাতা এসেছিলেন অভিষেক। তিনি জানান, “সোমবার দিন দশগুণ শক্তি নিয়ে মানুষের কাছে যাব। আরও এক মাস থাকব। আমার জ্বর এসেছে, গলা ভেঙে গেছে, হাত কেটে গেছে, অসুস্থ হয়েও থামিনি। আগে হজম হচ্ছিল না। এখন রাতে ঘুম হবে না”

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version