Wednesday, August 27, 2025

যেটা বলেন সেটা করেন, তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ সকাল দশটা আটান্ন মিনিটে সেই কথা আবার প্রমাণ করলেন। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে শুক্রবার রাতেই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক (Abhishek Banerjee)। সিবিআই দফতরে (CBI) হাজিরা দেওয়ার জন্য ২৪ ঘণ্টারও কম সময় দেওয়া হয়েছিল তাঁকে। বাঁকুড়ার সোনামুখীতে নিজের বক্তব্য রাখার সময় এই কথার উল্লেখ করেছিলেন অভিষেক। এবার ক্ষোভ প্রকাশ করে চিঠি দিলেন সিবিআইকে।

পাশাপাশি সুপ্রিম কোর্টে (Supreme Court) লিভ পিটিশনও দাখিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ঘোষিত কর্মসূচি স্থগিত রেখে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরতে হয়েছে অভিষেককে। একদিনও সময় না দিয়ে তলব করায় বিস্মিত অভিষেক। কিন্তু হাজিরা দেওয়ার কথা থেকে এতটুকু সরে আসেননি। সকাল ১১ টায় সিবিআই কার্যালয়ে পৌঁছানোর সময়সীমা নির্ধারিত ছিল। দু মিনিট আগেই সেখানে পৌঁছে গেলেন অভিষেক। ওয়াসিম আক্রম সহ ৮ সিবিআই অফিসার অভিষেকের সঙ্গে কথা বলবেন বলে জানা যাচ্ছে। অভিষেক যখন নিজামে প্রবেশ করছিলেন তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান বেরিয়ে এসে সব উত্তর দেবেন।

অভিষেক বাড়ি থেকে বেরোনোর ঠিক কয়েক মুহূর্ত আগে জানা যায় সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন তিনি। আগামী ২২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন অভিষেক। কিন্তু তদন্তের স্বার্থে সময়মতো সিবিআই আধিকারিকদের দফতরে হাজির হতেও এতটুকু দেরি করেননি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version