Saturday, August 23, 2025

আজ শনিবার সকালে সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। একাধিক দলে ভাগ হয়ে সুজয়ের বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি, অফিস-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। বেহালা , বিষ্ণুপুর, বিবিরহাট সহ দশ জায়গায় ইডির (ED) হানা। পাশাপাশি এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে হানা দেয় ইডি।

এদিন সাতসকালে সুজয়কৃষ্ণ ভদ্রর বেহালার বাড়িতে পৌঁছে যায় ইডি। বেহালায় কনসালটেন্সি ফার্মের ঠিকানাতেও পৌঁছয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মূলত সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে পড়েছেন তিনি। পাশাপাশি এদিন সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসেও চলে জোর তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা দেয় ইডি আধিকারিকরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গাতেও ইডি-র হানা।

তবে দিনের শেষে তল্লাশি চালিয়ে আপাতত কিছুই হাতে পাননি ইডি আধিকারিকরা। এদিন ১৬ জায়গায় দিনভর তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রে খবর, নামে বেনামে ১২ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের থেকে। এরপরই ইডির দাবি বেনামে এত সম্পত্তির টাকা এল কোথা থেকে? তবে দীর্ঘ সাড়ে ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও চলছে তলাশি অভিযান। পাশাপাশি সুজয় কৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে কেমন যোগাযোগ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন দক্ষিন ২৪ পরগণার বিষ্ণুপুরে তল্লাশি চালিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথি, মোবাইল ও হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সূত্রে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম প্রথমবার উঠে আসে। এরপর একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সম্প্রতি সিবিআই (CBI) তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। সুজয় জানিয়েছিলেন চিকিৎসাজনিত কারণে সেই টাকা বাড়িতে রাখতে হয়েছিল। এছাড়া তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ শনিবার সকাল থেকেই ফের সুজয়কৃষ্ণের বাড়িতে ইডি (ED) অফিসারদের ১০-১২ জনের দল তল্লাশি শুরু করেছে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি হানা দিয়েছি বলে খবর মিলেছে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version