Wednesday, May 7, 2025

২০মে দীর্ঘজীবী হোক: প্রথম শপথ স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে তোপ মমতার

Date:

২০ মে, ২০১১। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ বছর পরে এদিনই সিবিআইয়ের (CBI) তলবে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ২০১১-র কথা স্মরণ করে মোদি সরকারের এজেন্সি-রাজের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর নিশানায় বাম-অপশাসনও।

নিজের টুইটার হ্যান্ডেল মমতা লেখেন,
“২০১১-র এই দিনে আমরা ৩৪ বছরের পুরানো দানবিক শাসনকে হটিয়ে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আজকের দিনে জনগণের জন্য কাজ করার ব্যাপারে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকার ও তার এজেন্সি রাজের বিরুদ্ধে লড়াইটা একটা চ্যালেঞ্জ। সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সঙ্গে আছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।“

২৪ ঘণ্টার কম সময় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে শুক্রবারই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। পাত্রসায়রে ‘তৃণমূলে নবজোয়ার’-এর ভার্চুয়াল বক্তৃতায় বলেন, “দুপুরবেলা নোটিস দিয়ে বলছে কাল সকাল ১১টায় চলে এসো। যেন ওদের চাকরবাকর।“ পাশাপাশি, মমতা অভিযোগ করেন, “নবজোয়ারে ভয় পেয়েই অভিষেককে আটকাতে চাইছে BJP।“

এদিন টুইটে একই সঙ্গে বাম-বিজেপিকে নিশানা করেন মমতা। একদিকে যেমন বামেদের ৩৪বছরের অত্যাচারের অভিযোগ তোলেন। তেমন, একই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের চাপ ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল সভানেত্রী।

আরও পড়ুন:সারদাকর্তার চিঠি দেখিয়ে বি.স্ফোরক কুণাল, ইডিকে শুভেন্দুর “দুর্নীতির ঠিকানা” দিয়ে গ্রেফতারের দাবি


 

 

Related articles

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...

আমরা শুধু নিরীহদের হত্যার বদলা নিয়েছি: রাজনাথ সিং

পহেলগাম হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। তিন স্তরের সেনা একযোগে পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। পাকিস্তান...
Exit mobile version