Wednesday, August 20, 2025

২০মে দীর্ঘজীবী হোক: প্রথম শপথ স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে তোপ মমতার

Date:

২০ মে, ২০১১। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ বছর পরে এদিনই সিবিআইয়ের (CBI) তলবে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ২০১১-র কথা স্মরণ করে মোদি সরকারের এজেন্সি-রাজের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর নিশানায় বাম-অপশাসনও।

নিজের টুইটার হ্যান্ডেল মমতা লেখেন,
“২০১১-র এই দিনে আমরা ৩৪ বছরের পুরানো দানবিক শাসনকে হটিয়ে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আজকের দিনে জনগণের জন্য কাজ করার ব্যাপারে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকার ও তার এজেন্সি রাজের বিরুদ্ধে লড়াইটা একটা চ্যালেঞ্জ। সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সঙ্গে আছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।“

২৪ ঘণ্টার কম সময় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে শুক্রবারই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। পাত্রসায়রে ‘তৃণমূলে নবজোয়ার’-এর ভার্চুয়াল বক্তৃতায় বলেন, “দুপুরবেলা নোটিস দিয়ে বলছে কাল সকাল ১১টায় চলে এসো। যেন ওদের চাকরবাকর।“ পাশাপাশি, মমতা অভিযোগ করেন, “নবজোয়ারে ভয় পেয়েই অভিষেককে আটকাতে চাইছে BJP।“

এদিন টুইটে একই সঙ্গে বাম-বিজেপিকে নিশানা করেন মমতা। একদিকে যেমন বামেদের ৩৪বছরের অত্যাচারের অভিযোগ তোলেন। তেমন, একই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের চাপ ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল সভানেত্রী।

আরও পড়ুন:সারদাকর্তার চিঠি দেখিয়ে বি.স্ফোরক কুণাল, ইডিকে শুভেন্দুর “দুর্নীতির ঠিকানা” দিয়ে গ্রেফতারের দাবি


 

 

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version