Tuesday, November 11, 2025

ফের কেন্দ্রীয় স্বীকৃতি, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পেল বাংলার ৪ জেলা

Date:

রাজ্যের হকের টাকা আটকাতে মরিয়া বঙ্গ বিজেপির নেতারা। প্রকল্পের টাকা খরচ নিয়ে নানা অভিযোগ তাঁদের। অথচ একের পর এক কেন্দ্রীয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ঝুলিতে। এবার কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার (Digital India Award ) পেল রাজ্যের চার জেলা। হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াকে ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল কেন্দ্র।

ভূ-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচায় তথ্য-প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য এই চার জেলা দেশে সেরার তালিকায় স্থান পেয়েছে। সারা দেশের মোট ৭৫টি জেলা এই সম্মান পেয়েছে।

ডিজিটাল মাধ্যমে জমির নথিভুক্তকরণ ও মৌজা আধুনিকীকরণে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। নবান্ন সূত্রে খবর, প্রতিটা জেলা ভূ-মানচিত্র ডিজিটাল করার কাজ চলছে। এর মধ্যে এই চারটি জেলাতে জমিরা মালিকানা সহজে জানার জন্য ডিজিটাল ভূ-নকশা তৈরি করা হয়েছে। তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য কম্পিটারাইজড রেকর্ড রুমও তৈরি করা হয়েছে। এর ফলে লালফিতের ফাঁসে আটকে না থেকে জমি দ্রুত হস্তান্তর হয়ে যাচ্ছে।

এর আগেও রাজ্য একাধিক বিষয়ে কেন্দ্রের বিভিন্ন পুরস্কার পেয়েছে। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে দ্রুত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ কেন্দ্রের ডিজিটাল পুরস্কার পেয়েছে। ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কেন্দ্র পাঁচবার স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাজ্যের একাধিক সরকারি প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার।

আরও পড়ুন:২০মে দীর্ঘজীবী হোক: প্রথম শপথ স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে তোপ মমতার

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version