Wednesday, November 12, 2025

শনিবার প্রকাশিত হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষার ফলাফল

Date:

শুক্রবার প্রকাশিত হয়েছিল রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তার একদিন পরেই অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল।হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল।

টুইট করে ৩টি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে এবারে হাই মাদ্রাসা পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ২০৬ জন। তাদের মধ্যে পাশ করেছে ৩১ হাজার ১৪ জন। পাশের হার ৮৮.০৯ শতাংশ। ছাত্রীদের পাশের হারের (৮৭.১২ %) তুলনায় ছাত্রদের পাশের হার (৯০.০২ %) বেশি।সমস্ত পড়ুয়াদের মধ্যে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই-মাদ্রাসার ছাত্র আসিফ ইকবাল। এই বছরে মুর্শিদাবাদ জেলা থেকে হাই মাদ্রাসার পরীক্ষায় বসেছিল ১৩ হাজার ৯১৬ জন ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ছিল ৪ হাজার ৪৯৭ জন। ছাত্রী ছিল ৯ হাজার ৪১৬ জন।এই বছরের আলিম পরীক্ষায় পাশের হার ৯০.৬৯ শতাংশ। ফাজিল পরীক্ষায় পাশের হার ৯১.১৫%। শনিবার একটি টুইট বার্তায় সমস্ত পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিনগুলো তোমাদের সাফল্যের সঙ্গে পূর্ণ হোক।’সল্টলেক মৌলানা আবুল কালাম আজাদ ভবনে ফলাফল ঘোষণায় উপস্থিত ছিলেন শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দীন,অন্যতম সদস্য একেএম ফারহাদ, সচিব সেখ আব্দুল মান্নাফ আলি, উপসচিব ডঃ আজিজার রহমান, সাবানা সামিম সহ অন্যান্যরা।

পর্ষদের পরীক্ষার সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

আরও পড়ুন- অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদে ফেলেছিলাম! একি বললেন অনুরাধা পড়োয়াল?

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version