Wednesday, November 5, 2025

অ-বিজেপিদের কাছে সংসদে দিল্লি-বিলের বিরোধিতার আবেদন কেজরিওয়ালের, পাশে আছি: বার্তা নীতীশের

Date:

বিরোধী জোটের সলতে পাকাতে অ-বিজেপি দলের মুখ্যমন্ত্রী, নেতাদের কাছে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবাসরীয় সকালে তিনি উপস্থিত হন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে। সঙ্গে ছিলেন বিহারের (Bihar) উপমুখ্যমন্ত্রী লালু-পুত্র তেজস্বী যাদব। সকাল সাড়ে ১১টায় দিল্লির (Delhi) ফ্ল্যাগ স্টাফ রোডে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। সুপ্রিম নির্দেশ পক্ষে থাকার পরেও কেন্দ্রের সঙ্গে অর্ডিন্যান্স নিয়ে টানাপোড়েন চলছে দিল্লির আপ সরকারের। এদিন, সকালে কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ। তাঁর মতে, বিরোধীরা একজোট হলে সংবিধান না মানা বিজেপি সরকারকে হঠানো যাবে। আর কেজরিওয়ালের মতে, রাজ্যসভায় দিল্লির অর্ডিন্যান্স সংক্রান্ত বিলটি পাশ না হলে, সেটি ২০২৪-এর আগে সেমি ফাইনাল।

এদিন, বৈঠক থেকে বেরিয়ে কেজরিওয়ালকে পাশে নিয়ে নীতীশ কুমার বলেন, “একটা নির্বাচিত সরকারের ক্ষমতা কী ভাবে কেড়ে নেওয়া যেতে পারে? এটা সংবিধানের বিরোধী।” তাঁরা সকলে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলে বার্তা দেন নীতীশ। কেজরিওয়ালের কথায়, “যদি বিজেপি অর্ডিন্যান্সকে রাজ্যসভায় বিল হিসেবে পাশ করাতে চায়, তবে সব বিরোধী দলকে তার বিরুদ্ধে একজোট হতে হবে। বিরোধী ভোটে এই বিলটি আটকে গেলে সেটি ২০২৪-এর আগে সেমি ফাইনাল হবে।” আপ নেতার কথায়, ২০২৪-এ যে বিজেপি ফিরতে পারবে না, এই ঘটনা তারই ইঙ্গিত দেবে।

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version