Wednesday, August 27, 2025

বেআইনি গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে সদ্য মুক্তি পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জমি দুর্নীতি মাওলায় মঙ্গলবার ফের ইসলামাবাদ আদালতে(Islamabad Court) হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই ফের তাঁকে গ্রেফতার করা হবে বলে জানালেন ইমরান খান(Imran Khan)। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এহেন বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে অন্তত ১০ হাজার পিটিআই (PTI) সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শাসকের আসন থেকে সরে যাওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। যার মধ্যে বেশকিছু মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ফলে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ফের আদালতে পেশ করা হবে ইমরানকে। সেই ঘটনা প্রসঙ্গে ইমরান বলেন, “আগামী মঙ্গলবার বেশ কয়েকটি মামলায় জামিনের আরজি নিয়ে ইসলামাবাদের আদালতে আমি হাজিরা দেব। সেখানেই আমার গ্রেফতার হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।” এর পাশাপাশি পাক সরকারকে তোপ দেগে ইমরান বলেন, “এখনও পর্যন্ত ১০ হাজার পিটিআই কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দলের মহিলা ও প্রবীণ কর্মীরাও রয়েছেন।”

উল্লেখ্য, গত ৯মে আল কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন পিটিআই প্রধান। আদালত চত্বর থেকেই নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তাঁকে কোথায় রাখা হয়েছে সেই তথ্য একেবারে গোপন রাখা হয়েছিল। হেফাজতে থাকাকালীন তাঁকে খুনের চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছিলেন ইমরান। শেষ পর্যন্ত পাক সুপ্রিম কোর্ট এই গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version