Tuesday, August 26, 2025

বাগানের চিঠির পাল্টা কেকেআরের, বিবৃতিতে জানান হল, আইপিএলের নীতিবিরুদ্ধে কোন কাজ নয়

Date:

এবার মোহনবাগানের চিঠির পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম‍্যাচে সবুজ-মেরুন জার্সি পরা সমর্থকদের মাঠে ধুকতে দেয়নি কেকেআর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আনে বাগান সমর্থকের। সেই নিয়ে গতকাল একটি বিবৃতিও দেওয়া হয় মোহনবাগানের পক্ষ থেকে। কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। আর এবার বাগানের চিঠির পাল্টা দিল কেকেআর।

কেকেআরের তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, “লখনৌ ম্যাচে কিছু সমর্থককে মাঠে ঢুকতে না দেওয়ার ব্যাপারে যে খবর রটেছে, তা বিভ্রান্তিকর। স্টেডিয়ামে দর্শক নিয়ন্ত্রণের ব্যাপারে কেকেআরের কোনও হাত নেই। কিছু স্বার্থান্বেষী মানুষ বিপণনের উদ্দেশে মাঠে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেই কাজ আইপিএলের নীতিবিরুদ্ধে। তাই আইপিএলের দলের তরফেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। ”

এরপরই কেকেআরের তরফে জানান হয়, কলকাতার সমর্থকদের সঙ্গে তাদের খুবই ভাল সম্পর্ক। প্রতিটি ম্যাচে মাঠভর্তি দর্শক হওয়ার কারণে কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা সমর্থকদের অশ্রদ্ধা করার কথা ভাবতেই পারে না কেকেআর।

এদিকে গতকাল মোহনবাগানের তরফে বলা হয়,” কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।” এরপরই মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেবাশিস দত্ত আরও জানান, “১৯৯০ সাল থেকে ফিফা বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরে খেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি আমায়। কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।”

আরও পড়ুন:কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

 

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version