Saturday, November 15, 2025

বাগানের চিঠির পাল্টা কেকেআরের, বিবৃতিতে জানান হল, আইপিএলের নীতিবিরুদ্ধে কোন কাজ নয়

Date:

এবার মোহনবাগানের চিঠির পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম‍্যাচে সবুজ-মেরুন জার্সি পরা সমর্থকদের মাঠে ধুকতে দেয়নি কেকেআর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আনে বাগান সমর্থকের। সেই নিয়ে গতকাল একটি বিবৃতিও দেওয়া হয় মোহনবাগানের পক্ষ থেকে। কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। আর এবার বাগানের চিঠির পাল্টা দিল কেকেআর।

কেকেআরের তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, “লখনৌ ম্যাচে কিছু সমর্থককে মাঠে ঢুকতে না দেওয়ার ব্যাপারে যে খবর রটেছে, তা বিভ্রান্তিকর। স্টেডিয়ামে দর্শক নিয়ন্ত্রণের ব্যাপারে কেকেআরের কোনও হাত নেই। কিছু স্বার্থান্বেষী মানুষ বিপণনের উদ্দেশে মাঠে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেই কাজ আইপিএলের নীতিবিরুদ্ধে। তাই আইপিএলের দলের তরফেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। ”

এরপরই কেকেআরের তরফে জানান হয়, কলকাতার সমর্থকদের সঙ্গে তাদের খুবই ভাল সম্পর্ক। প্রতিটি ম্যাচে মাঠভর্তি দর্শক হওয়ার কারণে কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা সমর্থকদের অশ্রদ্ধা করার কথা ভাবতেই পারে না কেকেআর।

এদিকে গতকাল মোহনবাগানের তরফে বলা হয়,” কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।” এরপরই মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেবাশিস দত্ত আরও জানান, “১৯৯০ সাল থেকে ফিফা বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরে খেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি আমায়। কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।”

আরও পড়ুন:কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

 

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version