Sunday, November 16, 2025

বাগানের চিঠির পাল্টা কেকেআরের, বিবৃতিতে জানান হল, আইপিএলের নীতিবিরুদ্ধে কোন কাজ নয়

Date:

এবার মোহনবাগানের চিঠির পাল্টা দিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে কলকাতা বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম‍্যাচে সবুজ-মেরুন জার্সি পরা সমর্থকদের মাঠে ধুকতে দেয়নি কেকেআর কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ আনে বাগান সমর্থকের। সেই নিয়ে গতকাল একটি বিবৃতিও দেওয়া হয় মোহনবাগানের পক্ষ থেকে। কেকেআরের আচরণের তীব্র নিন্দা করেছিল তারা। আর এবার বাগানের চিঠির পাল্টা দিল কেকেআর।

কেকেআরের তরফে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, “লখনৌ ম্যাচে কিছু সমর্থককে মাঠে ঢুকতে না দেওয়ার ব্যাপারে যে খবর রটেছে, তা বিভ্রান্তিকর। স্টেডিয়ামে দর্শক নিয়ন্ত্রণের ব্যাপারে কেকেআরের কোনও হাত নেই। কিছু স্বার্থান্বেষী মানুষ বিপণনের উদ্দেশে মাঠে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু সেই কাজ আইপিএলের নীতিবিরুদ্ধে। তাই আইপিএলের দলের তরফেই তাঁদের আটকে দেওয়া হয়েছে। ”

এরপরই কেকেআরের তরফে জানান হয়, কলকাতার সমর্থকদের সঙ্গে তাদের খুবই ভাল সম্পর্ক। প্রতিটি ম্যাচে মাঠভর্তি দর্শক হওয়ার কারণে কৃতজ্ঞ। বিশ্বের অন্যতম সেরা সমর্থকদের অশ্রদ্ধা করার কথা ভাবতেই পারে না কেকেআর।

এদিকে গতকাল মোহনবাগানের তরফে বলা হয়,” কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।” এরপরই মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে দেবাশিস দত্ত আরও জানান, “১৯৯০ সাল থেকে ফিফা বিশ্বকাপ সহ, বিশ্বের বিভিন্ন প্রান্তে মোহনবাগানের জার্সি পরে খেলা দেখতে গিয়েছি। কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি আমায়। কেকেআর ম্যানেজমেন্ট যা করেছে, তা জাতীয় ক্লাবের সম্মানহানির সমান। এবং এতে সাধারণ মোহনবাগান সমর্থকদের ভাবাবেগে আঘাত লেগেছে।”

আরও পড়ুন:কোহলির চোট নিয়ে কী বললেন আরসিবির প্রধান কোচ?

 

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version