Thursday, August 21, 2025

বিশ্বদরবারে ভারতের স্বীকৃতি! পাপুয়া নিউগিনি ও ফিজির সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি

Date:

Share post:

বিশ্বদরবারে স্বীকৃতি মিলল ভারতের। বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার। একইসঙ্গে দুই দেশ থেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। বিশ্বমঞ্চে অসাধারণ নেতৃত্বদান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বীপরাষ্ট্রগুলির মধ্যে একতার প্রচারের জন্য় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। আজ, সোমবার একদিকে যেমন ফিজি দ্বীপরাষ্ট্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কম্পানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি’-তে সম্মানিত করা হয়।শুধু তাই নয়, পাপুয়া নিউগিনি-র তরফেও প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়।

আরও পড়ুন:সাভারকরের জন্মতিথিতে নতুন সংসদের উদ্বোধন! মোদির সিদ্ধান্তের বিরোধিতায় ক্ষুব্ধ বিরোধীরা
ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি রেবুকা (Sitiveni Rebuka) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান “কম্পানিয়ন অব দ্য অর্ডার অব ফিজি”-তে সম্মানিত করেন। বিশ্বমঞ্চে নেতৃত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে । এই সম্মান পাওয়ার পর রীতিমত আপ্লুত মোদি। তিনি বলেন, “এই সম্মান শুধু আমার নয়, ১৪০ কোটি ভারতীয়ের। বহু শতাব্দী ধরে ভারত ও ফিজির মধ্যে যে সম্পর্ক রয়েছে, তার সম্মান এটি।”
পাপুয়া নিউগিনির তরফেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সেই দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হল। পাপুয়া নিউগিনির তরফে গভর্নর জেনারেল সার বব দাদে প্রধানমন্ত্রী মোদিকে ‘কম্পানিয়ন অব দ্য অর্ডার অব লোগোহু’ সম্মানে সম্মানিত করেন। এটি পাপুয়া নিউগিনির সর্বোচ্চ সম্মান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বীপরাষ্ট্রগুলির মধ্য ঐক্য ও গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার জন্যই মোদিকে এই সম্মানে সম্মানিত করা হয়। এর আগে বিল ক্লিনটন এই সম্মান পেয়েছিলেন।
এর আগে, পরপর দুবছর বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার তকমা পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে জো বাইডেন, জাস্টিন ট্রুডো, ভোলোদিমির জেলেনস্কি, ঋষি সুনাককে পিছনে ফেলে তিনি এই সম্মান জিতে নেন!

 

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...