Wednesday, November 5, 2025

গভীর রাতে তখন হস্টেলে সকলেই ঘুমে আচ্ছন্ন। এরইমধ্যে আচমকাই বিধ্বংসী আগুনের জেরে প্রাণ হারায় কমপক্ষে ২০ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিশেষ বিমানে করে ৬ পড়ুয়াকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে মৃতদের মধ্যে সকলেরই বয়স ১২ থেকে ১৮ এর মধ্যে। তাদের বেশির ভাগই তফসিলি জাতিভুক্ত।

আরও পড়ুন:ট্রাকে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড়! চালকের সঙ্গে খোশমেজাজে রাহুল, ভাইরাল ভিডিও
মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মধ্য আমেরিকার গুয়ানায়। দেশটির প্রধান শহর মাহদিয়াতেই একটি মেয়েদের হস্টেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকের ছায়া গোটা দেশে। জানা গিয়েছে, হস্টেলটিতে মূলত গ্রামীণ অঞ্চলের তফসিলি জাতির মেয়েরাই থাকত।রবিবার আচমকাই গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় গোটা হস্টেলে। হাওয়ার দাপটে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকেও।
আগুন নিয়ন্ত্রণে আসার পরে ঘটনাস্থল থেকেই ১৪জনের ঝলসে যাওয়া মৃতদেহ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় আরও ৬ জনের। অতিসংকটজনক অবস্থায় ৬ জনকে রাজধানী জর্জটাউনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
যদিও কী কারণে এই আগুন তা এখনও জানা যায়নি। গপভীর রাতে কোথা থেকে আগুন লাগার ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই স্কুলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন দেশের প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস ও শিক্ষামন্ত্রী প্রিয়া মানিকচাঁদ। এই ঘটনার দ্রুত তদন্ত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version