Friday, August 22, 2025

‘দ্য কেরালা স্টোরি’ দেখে ধর্ম পরিবর্তনের চাপ! প্রেম ভাঙল ভিনধর্মী যুগলের, গ্রে*ফতার যুবক

Date:

রাজ্যে জাতপাত ও ধর্মবিদ্বেষ থেকে কোনও অশান্তির সৃষ্টি যাতে না হয়, সেকারণেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে গেরুয়া শিবির বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে ঠিক তা কার্যত মানতে বাধ্য মধ্যপ্রদেশের বিজেপি সরকার। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইনদওরের খজরানা এলাকায় ‘দ্য কেরালা স্টোরি’ দেখে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়ার মত অভিযোগ উঠল। এমনকি বিষয়টি এতটাই গুরুতর পর্যায়ে পৌঁছেছে যে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও প্রকাশ্যে আনেন প্রমিকা। ইতিমধ্যেই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:পদ্ম পালে হাওয়া লাগাতেই ভুল তথ্যে ‘দ্য কেরালা স্টোরি’! ফাঁ.স করলেন প্রযোজকের আইনজীবী
বাংলায় ‘দ্য কেরালা স্টোর’ নিষিদ্ধ হওয়ার পরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ছবিটিকে করমুক্ত ঘোষণা করেন।এমনকি ছবিটি সকলের দেখা উচিত বলে একটি টুইটও করেন তিনি। কিন্তু ধর্মবিদ্বেষের ঘটনা ঘটায় এখন মুখে কুলুপ এঁটেছেন মুখ্যমন্ত্রী।
মধ্যপ্রদেশের ওই তরুণীর অভিযোগ, যুবকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম। তাঁরা থাকতেনও একসঙ্গে। কিন্তু যুগল একসঙ্গে সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে যাওয়ার পর তাঁদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়।তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করে যুবক। এমনকি তরুণীর অভিযোগ, যুবক তাঁকে ধর্ষণ করেছেন।এই ঘটনায় থানায় যুবকের নামে এফআইআর করেন তরুণী। খজরানা থানার ইনস্পেক্টর দীনেশ বর্মা জানিয়েছেন, মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা আইন, ২০২১-এ যুবককে গ্রেফতার করা হয়েছে। এই আইনে জোর করে ধর্মান্তরিত করা অপরাধ।
পুলিশ আরও জানিয়েছে, তরুণী এফআইআরে লিখেছেন, তিনি ‘‘বিয়ে করবেন ভেবে প্রেমের ফাঁদে পড়েছিলেন।’’ যুবকের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের জন্য মানসিক ভাবে হেনস্থার অভিযোগও তুলেছেন তিনি।

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version