Thursday, August 28, 2025

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর নেতাই গণহত্যা তদন্তের গতিপ্রকৃতি ও বিচারের অগ্রগতি সম্পর্কে সিবিআইকে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেই সময় সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য তদন্ত শেষ করা সম্ভব হয়নি। তাদের আরও সময় প্রয়োজন। সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাইকোর্ট। তবে চলতি বছরের ৫ এপ্রিলের মধ্যেই নেতাই মামলার রিপোর্ট পেশ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

যদিও আদালতের নির্দেশে এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের লাগাতার নজরদারি ও সক্রিয়তা বজায় ছিল। তার নিকট ফল, প্রায় ১২ বছর পরে আবার গতি ফিরে এল নেতাই গণহত্যার তদন্তে।

২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানা এলাকার নেতাইয়ে সিপিএমের হার্মাদদের গুলিতে প্রাণ হারান ৯ নিরীহ গ্রামবাসী। গুরুতর জখম হন আরও কয়েকজন। গ্রামে গৃহবধূদেরও সেদিন অত্যাচারের হাত থেকে রেহাই দেয়নি হার্মাদরা। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দু’জন। সিবিআই এর তদন্তভার নিলেও অত্যন্ত ঢিমেতালে চলছিল তদন্ত। দ্রুত নিম্ন আদালতে মামলার নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। উচ্চ-আদালতের নির্দেশে এবং হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের চাপে এবার নেতাই গণহত্যা মামলার নিস্পত্তিতে সক্রিয় হল সিবিআই।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version