Thursday, August 21, 2025

ভোটার তালিকায় স্বয়ংক্রিয়ভাবে নাম নথিভুক্ত করতে নতুন বিল আনছে কেন্দ্র

Date:

জন্ম ও মৃত্যুর তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক করতে নতুন একটি বিল আনছে কেন্দ্র।সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সংসদের আগামী অধিবেশনেই এই বিল আনা হবে। ভারতীয় নাগরিকদের জন্ম এবং মৃত্যুর পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে। যা পরবর্তী সময়ে ব্যবহার করা হবে ভোটার তালিকা সংশোধনী-সহ অন্যান্য ক্ষেত্রে।

রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া এবং সেনসাস কমিশনারের নতুন সদর দফতর জনগণ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে শাহ জানান, এই প্রস্তাবিত বিলটি পাশ হলে তা আরজিআই-এর কাজে অনেক বেশি সাহায্য করতে পারবে।
কী থাকছে নতুন এই বিলে? জানা গিয়েছে, ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ আইনে সংশোধন করে নতুন বিলটি তৈরি করা হচ্ছে। এর ফলে জন্ম ও মৃত্যুর যে পরিসংখ্যান জাতীয় তালিকায় নথিভুক্ত করা হবে, তা ভোটার তালিকা প্রস্তুতিতে ব্যবহার করা হবে । এ ছাড়াও, কেন্দ্রীয় জনসংখ্যার তালিকা এবং সরকারি প্রকল্পের সুবিধাভোগী নাগরিকদের তালিকা প্রস্তুত করতেও এই পরিসংখ্যান কাজে লাগবে।

এই বিলের সবচেয়ে বড় সুবিধা হল, নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে না নতুন ভোটারদের। এর মাধ্যমে কোনও নাগরিক ১৮ বছর বয়সি হলে নির্বাচন কমিশন নিজে থেকেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। কেউ মারা গেলে নিজে থেকেই তাঁর নাম বাদ চলে যাবে তালিকা থেকে।
ইতিমধ্যেই বিলের খসড়া রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।
শাহ জানিয়েছেন, এর মাধ্যমে জাতীয় তালিকায় জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান নিজে থেকেই নথিভুক্ত হতে থাকবে।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version