Thursday, August 28, 2025

দেশের সব স্কুল বোর্ডগুলিকে এক ছাতার তলায় আনতে আগ্রহী কেন্দ্র

Date:

দেশের সব স্কুল বোর্ডগুলিকে এক ছাতার তলায় আনতে আগ্রহী কেন্দ্রের মোদি সরকার। সোমবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং ‘পরখ’-এর যৌথ উদ্যাগে ৬০টি স্কুল বোর্ডের প্রথম জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয় দিল্লিতে। সেখানেই দেখা গেল দেশের সমস্ত স্কুল বোর্ডগুলিকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দাবি, জাতীয় কর্মশালার মাধ্যমে বিভিন্ন এলাকার স্কুল বোর্ডের পড়ুয়াদের পঠন-পাঠনকে আরও সুসংগঠিত করে তোলা হবে।

রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত এই কর্মশালাইয় অংশ নেন জাতীয় শিক্ষা মন্ত্রক, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE), ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং (NIAS), ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT), ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচারস’ এডুকেশন (NCT)-এর আধিকারিকেরা। এছাড়াও ছিলেন রাজ্য শিক্ষা সচিব, স্টেট কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT), স্টেট প্রজেক্ট ডিরেক্টরস অব স্কুলস, এবং বিভিন্ন রাজ্যের বোর্ডের আধিকারিকেরা।

‘পরখ’ দেশের সমস্ত স্কুলের পড়ুয়াদের সার্বিক মান উন্নয়নের স্বার্থে তৈরি হওয়া একটি সংগঠন। যা বিভিন্ন দিক থেকে পড়ুয়াদের মূল্যায়ন করে থাকে। জাতীয় কর্মশালার লক্ষ্য হল দেশের বিভিন্ন বোর্ডকে এক ছাদের তলায় এনে পড়ুয়াদের পঠনপাঠনকে সুসংগঠিত করা। সোমবার শিক্ষা মন্ত্রকের কর্মশালায় সাম্প্রতিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি রিপোর্ট পেশ হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে ভবিষ্যতে আলোচনা হবে বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হবে, পরীক্ষা পদ্ধতির কোনও পরিবর্তন প্রয়োজন রয়েছে কিনা। এদিন স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার বলেন, “পাঠ্যক্রমের মান, নম্বর দেওয়ার পদ্ধতি, মূল্যায়নের ধরনে পড়ুয়াদের উৎসাহ দেওয়ার মাধ্যমে স্কুল বোর্ডগুলির বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলার চেষ্টা হবে।”

Related articles

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে: TMCP-র সমাবেশ থেকে দাবি মমতার

আগামী নির্বাচনে আরও সিট বাড়বে বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মহাসমাবেশ থেকে দাবি করলেন তৃণমূলের সভানেত্রী...

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...
Exit mobile version