Sunday, August 24, 2025

দেহ হস্তান্তরে শববাহী যান নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে! নির্দেশ নবান্নের

Date:

স্বজনের মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। সেই বিষয়ে নিয়ে ভবিষ্যতে যা কোনও সমস্যা না হয়, তার জন্য নির্দেশ দিল নবান্ন (Nabanaa)। এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্যাকর্তাদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)।

স্বাস্থ্যভবন মারফত মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দেহ পরিবারকে হস্তান্তর করার সময়ে সেটি ব্যাগে ভরে দিতে হবে। কারও শববাহী যান দরকার আছে কি না, সেটি নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। শববাহী যানের প্রয়োজন না হলে, সে কথা লিখিতভাবে হাসপাতালকে জানাতে হবে পরিজনকে। যদি শববাহী গাড়ির প্রয়োজন হয়, তাহলে, হাসপাতালকে তার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের কাছে ওই গাড়ি না থাকলে, তার ব্যবস্থা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে করে দিতে হবে। তারপরেই দেহ হস্তান্তর করা যাবে।

কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধার নিয়ে বিতর্কে জড়ায় স্থানীয় থানার পুলিশ। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সসম্মানে দেহ নিয়ে যেতে হবে। মৃত্যু পর যথাযোগ্য সম্মান জানাতে হবে মৃতদেহকে। তখনই প্রত্যক থানা মৃতদেহ বহনের জন্য ব্যাগ রাখার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এবার, নবান্নের তরফ থেকেই মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরের সময় সতর্ক হওয়ার থাকার কথা বলা হয়।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version