Friday, November 7, 2025

যোগীরাজ্যে ফের গণধ*র্ষণ!রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন অখিলেশের

Date:

হাথরস, উন্নাও-এর গণধর্ষণের স্মৃতি এখনও টাটকা। মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। তবুও থামেনি মেয়েদের ওপর অত্যাচার। বারবার শিরনামে উঠে এসেছে যোগীরাজ্যে মেয়েদের ওপর নির্মমভাবে গণধর্ষণের ঘটনা। এবার আবারও সেই একই ঘটনা। এবার এক মহিলা এবং তাঁর ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। মহিলার স্বামী পুলিশের দ্বারস্থ হলেও কাজ হয়নি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের জন‍্য রওনা দিলেন অশ্বিন-অক্ষররা
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুর জেলার সৌফনি গ্রামে। এক মহিলা এবং তাঁর চোদ্দ বছরের মেয়ে ঘরে থাকাকালীন ৩ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঘরে ঢুকে লুঠপাট চালায়। এরপর মহিলার স্বামীকে বেঁধে তাঁর সামনেই ধর্ষণ করে তাঁর স্ত্রী এবং চোদ্দ বছরের মেয়েকে। ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ জানায় নির্যাতিতার স্বামী। পুলিশ জানিয়েছে তদন্ত শুরু করেছে । যদিও তদন্তের গতিপ্রকৃতি স্পষ্ট করে কিছুই জানায়নি পুলিশের তরফে।
পুলিশ জানিয়েছে, গত রবিবার ওই যুবক প্রথমে তাঁর মোবাইল ফোন এবং ৫ হাজার টাকা চুরির অভিযোগ জানান। কিছুটা সময় পর আবার থানায় গিয়ে গণধর্ষণের অভিযোগ জানান তিনি। শনিবার রাতে তাঁর স্ত্রী এবং কন্যাকে গণধর্ষণ করা হয় বলে দাবি করেছেন ওই যুবক। পুলিশ সুপার অশোক কুমার শুক্লা বলেছেন, ‘‘যুবকের ২টি অভিযোগের ধরন দেখে সন্দেহ হয়েছে। তবুও আমরা তদন্ত চালাচ্ছি।’’ লুট এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করেছে পুলিশ। কাইফ নামে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন আগে কাইফের সঙ্গে অভিযোগকারীর বচসা বেধেছিল। তার জেরেই এই ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় সে রাজ্যের বিজেপি সরকারকে আক্রমণ করেছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version