Saturday, August 23, 2025

দেহ হস্তান্তরে শববাহী যান নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে! নির্দেশ নবান্নের

Date:

স্বজনের মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। সেই বিষয়ে নিয়ে ভবিষ্যতে যা কোনও সমস্যা না হয়, তার জন্য নির্দেশ দিল নবান্ন (Nabanaa)। এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্যাকর্তাদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)।

স্বাস্থ্যভবন মারফত মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দেহ পরিবারকে হস্তান্তর করার সময়ে সেটি ব্যাগে ভরে দিতে হবে। কারও শববাহী যান দরকার আছে কি না, সেটি নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। শববাহী যানের প্রয়োজন না হলে, সে কথা লিখিতভাবে হাসপাতালকে জানাতে হবে পরিজনকে। যদি শববাহী গাড়ির প্রয়োজন হয়, তাহলে, হাসপাতালকে তার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের কাছে ওই গাড়ি না থাকলে, তার ব্যবস্থা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে করে দিতে হবে। তারপরেই দেহ হস্তান্তর করা যাবে।

কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধার নিয়ে বিতর্কে জড়ায় স্থানীয় থানার পুলিশ। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সসম্মানে দেহ নিয়ে যেতে হবে। মৃত্যু পর যথাযোগ্য সম্মান জানাতে হবে মৃতদেহকে। তখনই প্রত্যক থানা মৃতদেহ বহনের জন্য ব্যাগ রাখার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এবার, নবান্নের তরফ থেকেই মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরের সময় সতর্ক হওয়ার থাকার কথা বলা হয়।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version