Wednesday, November 12, 2025

দেহ হস্তান্তরে শববাহী যান নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে! নির্দেশ নবান্নের

Date:

স্বজনের মৃতদেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকে। সম্প্রতি উত্তর দিনাজপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। সেই বিষয়ে নিয়ে ভবিষ্যতে যা কোনও সমস্যা না হয়, তার জন্য নির্দেশ দিল নবান্ন (Nabanaa)। এবিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্যাকর্তাদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayanswarup Nigam)।

স্বাস্থ্যভবন মারফত মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, দেহ পরিবারকে হস্তান্তর করার সময়ে সেটি ব্যাগে ভরে দিতে হবে। কারও শববাহী যান দরকার আছে কি না, সেটি নিশ্চিত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। শববাহী যানের প্রয়োজন না হলে, সে কথা লিখিতভাবে হাসপাতালকে জানাতে হবে পরিজনকে। যদি শববাহী গাড়ির প্রয়োজন হয়, তাহলে, হাসপাতালকে তার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের কাছে ওই গাড়ি না থাকলে, তার ব্যবস্থা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে করে দিতে হবে। তারপরেই দেহ হস্তান্তর করা যাবে।

কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধার নিয়ে বিতর্কে জড়ায় স্থানীয় থানার পুলিশ। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সসম্মানে দেহ নিয়ে যেতে হবে। মৃত্যু পর যথাযোগ্য সম্মান জানাতে হবে মৃতদেহকে। তখনই প্রত্যক থানা মৃতদেহ বহনের জন্য ব্যাগ রাখার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এবার, নবান্নের তরফ থেকেই মৃতদেহ হাসপাতাল থেকে হস্তান্তরের সময় সতর্ক হওয়ার থাকার কথা বলা হয়।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...
Exit mobile version