Sunday, November 9, 2025

একজোট হচ্ছে বিরোধীরা, দিল্লি সফরে মমতার সঙ্গে অবিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক

Date:

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আগামী ২৬ মে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই রাজধানী সফর রাজনৈতিকভাবেও খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, চব্বিশের লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি বিরোধী জোটের সলতে পাকাতে তৎপর তৃণমূল সুপ্রিমো। এবার দিল্লি সফর পর্বে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৭মে নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রীরা একযোগে কেন্দ্র বিরোধিতার সুর চড়াবেন। মনে করা হচ্ছে তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক হতে পারে তামিলনাড়ুর ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের ভগবান মান, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ওড়িশার নবীন পট্টনায়েক সহ আরও কয়েকজন শীর্ষ বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে।

এদিকে দিল্লিতে মিলিত হওয়ার আগে আজ, মঙ্গলবার দুপুরে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে আসছেন আম আদমি পার্টি (আপ) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবান মান। দিল্লির আমলাদের করায়ত্ত করতে চেয়ে অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র সরকার। বিষয়টিকে রাজ্যসভায় বিল আকারে পেশ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তা আটকাতেই রাজ্যসভায় সব বিরোধী পক্ষকে পাশে পেতে চাইছেন কেজরিওয়াল। এই ইস্যুতে সমর্থন চাওয়ার সঙ্গেই নবান্নে এদিন বিরোধী জোট নিয়েও মমতা-কেজরিওয়াল আলোচনা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:ঘূর্ণাবতের জেরে রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টি,শিলাবৃষ্টির পূর্বাভাস

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version