Saturday, May 3, 2025

প্রয়াত ‘আরআরআর’ ছবির অভিনেতা, শোকাহত পরিচালক রাজামৌলি সহ গোটা টিম

Date:

গোল্ডেন গ্লোবস থেকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, বিশ্বদরবারে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ভারতীয় ছবি ‘আরআরআর’। তবে এবার শোকের ছায়া ‘আরআরআর’ শিবিরে। প্রয়াত ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা রে স্টিভেনসন। ছবিতে গভর্নর স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র à§«à§® বছর। তাঁর মুখপাত্রের তরফে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

আরও পড়ুন:অপেক্ষার অবসান! নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’
১৯৬৪ সালে লিসবর্নে জন্ম রে স্টিভেনসনের। ব্রিটিশ টেলিভিশনের কাজ করা দিয়ে বিনোদন জগতে হাতেখড়ি আইরিশ অভিনেতার। ‘দ্য থিওরি অফ ফ্লাইট’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ স্টিভেনসনের।জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রোম’-এ কাজ করেছেন তিনি। ‘আরআরআর’ ছবিতে খল চরিত্রে অভিনয় করলেও গভর্নর স্কট বাক্সটনের চরিত্রে তাঁর কাজ মুগ্ধ করেছিল দর্শকদের। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা ‘আরআরআর’ টিম।


সমাজমাধ্যমের পাতায় শোকপ্রকাশ করে ‘আরআরআর’ টিমের তরফে লেখা হয়, ‘‘কী মর্মান্তিক খবর এটা! অভিনেতা রে স্টিভেনসনের আত্মার শান্তি কামনা করি। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন, স্যর স্কট!’’অভিনেতার মৃত্যুতে শোকাহত ‘আরআরআর’ ছবির পরিচালক এসএস রাজামৌলিও। শুটিংয়ের নেপথ্যের একটি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে রাজামৌলি লেখেন, ‘‘খুবই মর্মান্তিক, বিশ্বাসই করতে পারছি না এই খবরটা। রে সব সময় নিজের উচ্ছ্বল ও প্রাণবন্ত স্বভাব নিয়ে সেটে আসতেন। বাকি সবাই তাঁকে দেখে উদ্বুদ্ধ হতেন। তাঁর সঙ্গে কাজ করে নিখাদ আনন্দ পেয়েছিলাম। রে-এর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

 

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version