Monday, August 25, 2025

ফের কুনো উদ্যানে চিতার মৃ.ত্যু! বন্যপ্রাণ নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্র? উঠছে প্রশ্ন

Date:

দেড় মাসে এই নিয়ে চতুর্থবার খবরের শিরোনামে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যান (Kuno National Park)। আর প্রতিক্ষেত্রেই শিরোনামে উঠে আসার কারণটা এক। নামিবিয়া (Namibia) থেকে আনা চিতার (Cheetah) মৃত্যু। এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। পার্থক্য একটাই, আগের চিতাগুলি ছিল পূর্ণবয়স্ক, এবারে মৃত্যু হয়েছে চিতা শাবকের। জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে মৃত শাবকের জন্ম ভারতেই হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন ডিহাইড্রেশন-সহ একাধিক শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু । ফের কাঠগড়ায় কেন্দ্র সরকার।

কিছুদিন আগেই চিতাদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা জানিয়েছিলেন এই অভয়ারণ্যে চিতার থাকার পর্যাপ্ত জায়গা নেই। এরপরই কেন্দ্রকে বিকল্প চিন্তা ভাবনা করার বিষয়টি মাথায় রাখতে বলেছিল দেশের শীর্ষ আদালত।গত বছর ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল মহিলা চিতা ‘জ্বলা’ কে। গত মার্চ মাসে সে ৪টি শাবকের জন্ম দেয় বলে জানিয়েছিল উদ্যান কর্তৃপক্ষ। সেই চারজনের মধ্যে থেকেই একটি চিতা মঙ্গলবার মারা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শরীরের জলের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ায় সব চেষ্টা করেও শাবকটিকে বাঁচানো যায়নি।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিরোধীরা তীব্র আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP Government)। নিজের জন্মদিনের নাম কেনার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী চিতা আনার যে নাটক করেছিলেন, আসলে সেই পরিকল্পনার যে কোনও বাস্তব ভিত্তি ছিলই না, পরপর চিতার মৃত্যুতে তা আবার স্পষ্ট হল দেশবাসীর কাছে।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version