Thursday, August 21, 2025

এম এস ধোনির অবসর নিয়ে যে জল্পনা চলছিল তাতে জল ঢেলে দিলেন স্বয়ং ধোনি।চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ তম মরসুমে ১০ম ফাইনালে নেতৃত্ব দেওয়ার পর ধোনি জানিয়ে দিলেন, তিনি এখনই এই সিদ্ধান্ত নিতে চান না। আগামী ডিসেম্বরে আইপিএল ২০২৪-এর নিলামের আগে এই সিদ্ধান্ত নেবেন তিনি। গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। জয়ের পর ম্যাচ শেষে ভাষ্যকার হর্ষ ভোগলে অবসরের কথা জানতে চাইলে ধোনি বলেন, ‘আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস সময় আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে। ডিসেম্বরে নিলাম হবে। আমি সব সময় সিএসকে-তে আসব। আমি জানুয়ারি থেকে ঘরের বাইরে আছি, মার্চ থেকে অনুশীলন করছি।’

১৪ বছরে চেন্নাই সুপার কিংসকে ১২ বার প্লে অফে তুলেছেন ধোনি। যারমধ্যে ১০ বার দল ফাইনালে উঠেছে। চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ৪১ বছর বয়সে এটাই তাঁর শেষ আইপিএল হতে পারে বলে জল্পনা। তিনি নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। এবার প্রথম কোয়ালিফায়ার জেতার পর ফের নিজের অবসর নিয়ে এমনই ইঙ্গিত দিলেন ধোনি।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই। কঠিন পিচে ব্যাটিংয়ে বাজিমাত করার পর বোলিংয়েও চাতুরতার পরিচয় দিয়েছে। ম্যাচ জিতে উঠে ধোনি জানালেন, তিনি ২০২৪ সালের আইপিএল-এর নিলামের আগে নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত জানাবেন।গুজরাটকে পরাস্ত করার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি জানি না (অবসরের ব্যাপারে), আমার হাতে ৮-৯ মাস আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি সবসময় চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছি। আমি জানুয়ারি মাস থেকে বাড়ির বাইরে রয়েছি। মার্চ থেকে অনুশীলন করছি।তবে এখন চিন্তা করে কী হবে। আমি সবসময় সিএসকে-র সঙ্গে রয়েছি, খেলোয়াড় হিসেবে হোক বা বাইরে থেকে।’

যদিও ধোনি চলতি আইপিএল-এর শুরু থেকে হাঁটুর চোটে ভুগছেন। তিনি বেশিক্ষণ ব্যাটও করছেন না। শেষের কয়েক ওভার ব্যাট করে চার ছয়ের দিকে নজর দিচ্ছেন। কিছুদিন আগে ধোনিকে দেখা গিয়েছিল হাঁটুতে আইস প্যাক লাগিয়ে হাঁটছেন।

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version