Wednesday, November 12, 2025

উচ্চমাধ্যমিকে বাজিমাৎ উত্তরবঙ্গের! চরম প্র.তিকূলতা সত্ত্বেও নজরকাড়া ফলাফল পড়ুয়াদের

Date:

বুধবারই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Exam Result)। আর সেই ফলাফলের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে এবছর নজর কেড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। এদিন সকালে ফলপ্রকাশের পরই দেখা যায় কলকাতা ও অন্যান্য জেলার মতোই বেশ নজরকাড়া পারফরম্যান্স উত্তরবঙ্গের পড়ুয়াদের। কলকাতা থেকে দূর অনেকটাই। কলকাতার মতো সবরকম সুযোগ সুবিধাও নেই। তবে যাবতীয় প্রতিকূলতাকে দূরে রেখে এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের পিয়ালি দাস (Piyali Das)। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা (Abu Sama)। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র।

পিয়ালির বাবা সোনার দোকানের একেবারে সাধারণ কর্মচারী। তবে সংসারে অভাব থাকলেও চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে সবরকম উদ্যোগ নিয়েছেন বাবা। আর মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি বাবা, মা সহ পরিবারের সদস্যরা। পিয়ালি শুধু আলিপুরদুয়ার কিংবা উত্তরবঙ্গের গর্ব নয়, পিয়ালি আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা।

উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে মোট ৪ জন। তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। এবার মেধাতালিকায় যে চারজন তৃতীয় স্থানে রয়েছে তারা হল তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া সাহা। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস তৃতীয় হয়েছে। মেধাতালিকায় উত্তরবঙ্গের বাসিন্দা শ্রেয়া মল্লিকও (Shreya Mullick) তৃতীয় স্থান পেয়েছেন। সে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে এবারের উচ্চমাধ্যমিকে ভালো ফল উত্তরবঙ্গের। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায় সে।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version