Thursday, August 21, 2025

উচ্চমাধ্যমিকে বাজিমাৎ উত্তরবঙ্গের! চরম প্র.তিকূলতা সত্ত্বেও নজরকাড়া ফলাফল পড়ুয়াদের

Date:

বুধবারই প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল (Higher Secondary Exam Result)। আর সেই ফলাফলের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে এবছর নজর কেড়েছে উত্তরবঙ্গ (North Bengal)। এদিন সকালে ফলপ্রকাশের পরই দেখা যায় কলকাতা ও অন্যান্য জেলার মতোই বেশ নজরকাড়া পারফরম্যান্স উত্তরবঙ্গের পড়ুয়াদের। কলকাতা থেকে দূর অনেকটাই। কলকাতার মতো সবরকম সুযোগ সুবিধাও নেই। তবে যাবতীয় প্রতিকূলতাকে দূরে রেখে এবারের উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের পিয়ালি দাস (Piyali Das)। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা (Abu Sama)। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র।

পিয়ালির বাবা সোনার দোকানের একেবারে সাধারণ কর্মচারী। তবে সংসারে অভাব থাকলেও চূড়ান্ত প্রতিকূলতার মধ্যে মেয়েকে এগিয়ে নিয়ে যেতে সবরকম উদ্যোগ নিয়েছেন বাবা। আর মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি বাবা, মা সহ পরিবারের সদস্যরা। পিয়ালি শুধু আলিপুরদুয়ার কিংবা উত্তরবঙ্গের গর্ব নয়, পিয়ালি আজ গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় হয়েছে আলিপুরদুয়ারের বাসিন্দা।

উল্লেখ্য, এবার উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে মোট ৪ জন। তাদের সকলেরই প্রাপ্ত নম্বর ৪৯৪। এবার মেধাতালিকায় যে চারজন তৃতীয় স্থানে রয়েছে তারা হল তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনুসূয়া সাহা। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুলের ছাত্রী পিয়ালি দাস তৃতীয় হয়েছে। মেধাতালিকায় উত্তরবঙ্গের বাসিন্দা শ্রেয়া মল্লিকও (Shreya Mullick) তৃতীয় স্থান পেয়েছেন। সে বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে এবারের উচ্চমাধ্যমিকে ভালো ফল উত্তরবঙ্গের। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছেন আবু সামা। সে উত্তর দিনাজপুর জেলার রামকৃষ্ণপুর পিডিজিএম হাইস্কুলের ছাত্র। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায় সে।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version