Wednesday, November 12, 2025

বিরোধীরা বয়কট করলেও মোদিই উদ্বোধন করবেন নয়া সংসদ ভবন: শাহ

Date:

নয়া সংসদ ভবনের(New Parilament) উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক চরম আকার ধারণ করেছে দেশে। তৃণমূল(TMC), কংগ্রেস(Congress) সহ ১৯ টি বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। বিরোধীদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মোদি নয় রাষ্ট্রপতির হাত দিয়েই উদ্বোধন হোক নয়া সাংসদ ভবনের। যদিও বিরোধীদের দাবিকে পাত্তা দিতে নারাজ মোদি-শাহের সরকার। এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, নতুন সাংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই(Narendra Modi)।

বিরোধীদের দাবি স্পষ্ট ভাষায় খারিজ করে বুধবার সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ জানান, “নতুন সংসদ ভবনটি রেকর্ড সময়ে নির্মিত হয়েছে। ৬০ হাজার নির্মাণকর্মীকে সংবর্ধনা তথা সম্মান জানাবেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির প্রতিক।” অর্থাৎ বিরোধীদের দাবিকে উড়িয়ে শাহ বুঝিয়ে দেন এই সংসদ ভবন উদ্বোধনের যোগ্য যদি কেউ হন তিনি মোদিই।

উল্লেখ্য, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবন। তবে কেন্দ্রের এই ঘোষণার পর গত রবিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য ছিল প্রধানমন্ত্রী নন, পদমর্যাদা অনুযায়ী নব সংসদ ভবনের উদ্বোধন করার অধিকারী রাষ্ট্রপতি। এরপর একে একে সেই সুরে বক্তব্য রেখেছে তৃণমূল কংগ্রেস, বাম-সহ বিভিন্ন বিরোধী দল। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন টুইট করেন, ”নতুন সংসদ ভবন শুধুই একটা ভবন নয়। এটা পুরনো রীতিনীতি, নিয়ম এবং ঐতিহ্য বজায় রাখার প্রতিষ্ঠান। এটা ভারতের গণতন্ত্রের ভিত্তি। আর এটা প্রধানমন্ত্রী নিজের একার জন্য পান না। কিন্তু রবিবার নতুন যে সংসদ ভবনের উদ্বোধন হবে সেটা পুরোটাই আমি, আমার এবং আমার জন্য (পড়ুন, মোদি, মোদির এবং মোদির জন্য)। তাই এটা থেকে আমাদের বাদ দিন।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version