পরীক্ষার্থীদের সুবিদার্থে উচ্চমাধ্যমিকের মার্কশিটে QR কোড!জানা যাবে সমস্ত খুঁটিনাটি

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল।অনলাইনেই জানা যাবে রেজাল্ট। পরীক্ষার্থীদের সুবিদার্থে নয়া উদ্যোগটটএবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নতুন মাত্রা যোগ করা হল।এই প্রথমবার মার্কশিট ও সার্টিফিকেটে QR code থাকছে। বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের সময় সংসদ সভাপতি জানিয়েছেন, এবছর প্রথমবার মার্কশিট ও সার্টিফিকেটে থাকছে কিউ আর কোড। সেই কোডের মধ্যেই থাকছে পরীক্ষার্থীদের একাধিক তথ্য। অর্থাৎ কোড স্ক্যান করলেই সহজেই বেরিয়ে আসবে তথ্যগুলি। কোডের মধ্যে থাকছে, পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ইন্সটিটিউশন কোড, মোট প্রাপ্ত নম্বর ও গ্রেড।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিকের প্রথম দশে ৮৭ জন, রইল মেধাতালিকা

বর্তমানে সব ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার বেড়েছে। কাগজের নথির ব্যবহারও কমছে ক্রমশ। সে কারণেই এই উদ্যোগ সংসদের। পড়ুয়ার কাছে সবসময় নথি না থাকলেও কোড দিলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এর ফলে পরীক্ষার্থীদের সুবিধা হবে।