কুণ্ড পরিবারের পড়ুয়াদের জোড়া সাফল্যে আনন্দে মাতল আরামবাগ!

দুজনেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। ভবিষ্যতে তাঁরা আরও অনেক সাফল্যকে নিজেদের হাতের মুঠোয় ধরে ফেলুক এই শুভ কামনাই জানাচ্ছেন প্রিয়জনেরা।

প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result) আর তাতেই সাফল্যের জোয়ার হুগলি জেলা জুড়ে। তবে জোড়া আনন্দের নজির গড়ল আরামবাগ (Arambagh)। গৌরহাটি এলাকার কুণ্ডু পরিবারে দুই খুড়তুতো ভাই বোন একসঙ্গে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা গেল একজন পঞ্চম আর একজন সপ্তম স্থান অধিকার করেছেন। মেধাতালিকা অনুযায়ী, কৌস্তভ কুণ্ডু (Kaustav Kundu)পঞ্চম স্থানে, প্রাপ্ত নম্বর ৪৯২। অন্যদিকে, ৪৯০ পেয়ে সপ্তম হয়েছেন বোন কৌশিকী কুণ্ডু (Kaushiki Kundu)। জোড়া সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

এই বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন । যার মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী । এই বিষয়ে বলে রাখা দরকার যে, এবছর যাঁরা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন, তাঁরা কেউই কোভিডের কারণে ২০২১-এ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারিনি । ফলে উচ্চ-মাধ্যমিকই ছিল তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আর তাতেই শিরোনামে চলে এলেন কৌস্তভ ও কৌশিকী। প্রথমজন টানা ১০ ঘণ্টা করেপড়াশোনা করলেও দ্বিতীয়জন একটু ব্যতিক্রমী। দুজনেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। ভবিষ্যতে তাঁরা আরও অনেক সাফল্যকে নিজেদের হাতের মুঠোয় ধরে ফেলুক এই শুভ কামনাই জানাচ্ছেন প্রিয়জনেরা।