ভারতীয় ক্রিকেট দলের যুবতারকা শুভমন গিল (Subhman Gill) এখন মহিলাদের হার্টথ্রব। আইপিএল ২০২৩ – এ গুজরাটের (Gujarat Titans) জার্সি গায়ে জড়িয়ে একের পর এক ভাল পারফরমেন্স করে চলেছেন এই ক্রিকেটার। কিন্তু ভাল খেলার খেসারত এভাবে দিতে হবে তা স্বপ্নেও ভাবেননি গিল। আরসিবি (RCB)-র বিরুদ্ধে সেঞ্চুরি করার পর থেকেই শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, যেখানে সরাসরি আক্রমণ করা হয় তাঁর বোনকে। আরসিবি (RCB) কোয়ালিফাইয়ারে উঠতে না পারায় শুভমনের বোন শাহনিল গিল(Shahnil Gill)-কেও সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ, যৌন হেনস্থার হুমকি দেওয়া হয়। ঘটনার জেরে এবার স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করল দিল্লির মহিলা কমিশন (Delhi Women Commission)।