Monday, November 10, 2025

জে.লের শৌচাগারে পিছলে গেল পা! কোমরে চো.ট পেয়ে হাসপাতালে ভর্তি সত্যেন্দ্র জৈন

Date:

আচমকাই জেলের শৌচাগারের পড়ে গিয়ে গুরুতর জখম হলেন দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। ইতিমধ্যে জখম আপ নেতাকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় গত বছর ৩০ মে থেকে তিহার জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।

তিহার জেল সূত্রে খবর, বুধবার রাতে জেলের শৌচাগারে (Toilet) যান সত্যেন্দ্র। আর এই সময় আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। পড়ে যাওয়ায় আচমকাই কোমরে চোট পেয়েছেন তিনি। এরপরই জখম দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে বেশ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপ নেতা সত্যেন্দ্র। দিনকয়েক আগে মেরুদণ্ডের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল দীনদয়াল হাসপাতালেই। সেই সময় চিকিৎসকরা সত্যেন্দ্রের একাধিক শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালের তরফে জেল কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর মক্কেলের ওজন ৩৫ কেজি কমে গেছে বলে দাবি করেন। ওজন কমার পাশাপাশি শরীরে একাধিক উপসর্গও দেখা দিয়েছে বলে জামিনের আবেদনে জানান মনু সিংভি। তবে গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় সত্যেন্দ্রের আইনজীবীকে অবসরকালীন বেঞ্চে আবেদনের জন্য পরামর্শ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ইডিকেও নোটিস ধরানো হয়েছিল। আবেদনে কয়েকদিন কাটতে না কাটতে এবার শৌচাগারে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ৬ এপ্রিল বেআইনি অর্থ লেনদেন মামলায় আগাম জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। কিন্তু সত্যেন্দ্রর বিরুদ্ধে প্রভাবশালী তকমা দিয়ে, আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version