Friday, August 22, 2025

জে.লের শৌচাগারে পিছলে গেল পা! কোমরে চো.ট পেয়ে হাসপাতালে ভর্তি সত্যেন্দ্র জৈন

Date:

আচমকাই জেলের শৌচাগারের পড়ে গিয়ে গুরুতর জখম হলেন দিল্লির (Delhi) প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। ইতিমধ্যে জখম আপ নেতাকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত মামলায় গত বছর ৩০ মে থেকে তিহার জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী।

তিহার জেল সূত্রে খবর, বুধবার রাতে জেলের শৌচাগারে (Toilet) যান সত্যেন্দ্র। আর এই সময় আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। পড়ে যাওয়ায় আচমকাই কোমরে চোট পেয়েছেন তিনি। এরপরই জখম দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে বেশ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপ নেতা সত্যেন্দ্র। দিনকয়েক আগে মেরুদণ্ডের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল দীনদয়াল হাসপাতালেই। সেই সময় চিকিৎসকরা সত্যেন্দ্রের একাধিক শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য হাসপাতালের তরফে জেল কর্তৃপক্ষকে জানানো হয়।

এদিকে জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর মক্কেলের ওজন ৩৫ কেজি কমে গেছে বলে দাবি করেন। ওজন কমার পাশাপাশি শরীরে একাধিক উপসর্গও দেখা দিয়েছে বলে জামিনের আবেদনে জানান মনু সিংভি। তবে গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় সত্যেন্দ্রের আইনজীবীকে অবসরকালীন বেঞ্চে আবেদনের জন্য পরামর্শ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ইডিকেও নোটিস ধরানো হয়েছিল। আবেদনে কয়েকদিন কাটতে না কাটতে এবার শৌচাগারে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন অরবিন্দ কেজরিওয়াল সরকারের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে গত ৬ এপ্রিল বেআইনি অর্থ লেনদেন মামলায় আগাম জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপ নেতা। কিন্তু সত্যেন্দ্রর বিরুদ্ধে প্রভাবশালী তকমা দিয়ে, আবেদন খারিজ করে দিয়েছিল আদালত।

 

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version