Friday, November 7, 2025

প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাত ধরেই! সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Date:

প্রধানমন্ত্রী (Prime Minister) নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত ধরেই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত। বৃহস্পতিবার এই মর্মে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে। মামলাকারীর দাবি এই নিয়ে অবিলম্বে লোকসভা সচিবালয় এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত। রাষ্ট্রপতিকে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে, এমনই অভিযোগ তোলা হয়েছে মামলাকারীর তরফে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে নয়া সংসদ ভবন উদ্বোধনের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপর একে একে প্রায় ১৯ বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে। একটি যৌথ বিবৃতি দিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অভিযোগ, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি দল। এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সিআর জয়া সুকিন। আবেদনে তিনি জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে। আদালতের কাছে আবেদনে লেখা হয়েছে, সংসদ হল ভারতের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এবং দুই কক্ষ— লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হয়েছে সংসদ। সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। পিটিশনে আইনজীবী সুকিন আরও জানিয়েছেন, সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তা হলে তাঁকে কেন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাদ রাখা হল? এ ভাবে আখেরে সাধারণ মানুষকেই বঞ্চিত করা হয়েছে।

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version