Friday, November 7, 2025

প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন হোক রাষ্ট্রপতির হাত ধরেই! সুপ্রিম কোর্টে দায়ের মামলা

Date:

প্রধানমন্ত্রী (Prime Minister) নয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত ধরেই নয়া সংসদ ভবনের উদ্বোধন হওয়া উচিত। বৃহস্পতিবার এই মর্মে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে। মামলাকারীর দাবি এই নিয়ে অবিলম্বে লোকসভা সচিবালয় এবং কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত। রাষ্ট্রপতিকে এই সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানিয়ে দেশের সংবিধান লঙ্ঘন করা হয়েছে, এমনই অভিযোগ তোলা হয়েছে মামলাকারীর তরফে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে নয়া সংসদ ভবন উদ্বোধনের বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কটের ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এরপর একে একে প্রায় ১৯ বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করে। একটি যৌথ বিবৃতি দিয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে।

উল্লেখ্য, আগামী ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। অভিযোগ, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সে কারণে অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ ১৯টি দল। এবার সুপ্রিম কোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সিআর জয়া সুকিন। আবেদনে তিনি জানিয়েছেন, উদ্বোধনের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানিয়ে কেন্দ্রীয় সরকার সংবিধান অবমাননা করেছে। আদালতের কাছে আবেদনে লেখা হয়েছে, সংসদ হল ভারতের শীর্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান। রাষ্ট্রপতি এবং দুই কক্ষ— লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তৈরি হয়েছে সংসদ। সংসদের যে কোনও কক্ষের অধিবেশন ডাকার বা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। পিটিশনে আইনজীবী সুকিন আরও জানিয়েছেন, সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেন রাষ্ট্রপতি। তা হলে তাঁকে কেন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধনের অনুষ্ঠান থেকে বাদ রাখা হল? এ ভাবে আখেরে সাধারণ মানুষকেই বঞ্চিত করা হয়েছে।

 

 

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version