কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার এর ঘটনার জেরে ব্যাহত মেট্রো পরিষেবা। অফিসটাইমে ভোগান্তিতে যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, একজন মধ্যবয়স্ক ব্যক্তি বৃহস্পতিবার কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। তাঁকে লাইন থেকে তোলার চেষ্টা চলছে। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি।

কখন পরিষাবে সচল হবে? এই প্রশ্নের উত্তরে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। কবি সুভাষ স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত পরিষেবা সচল রয়েছে। বন্ধ রয়েছে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল। । পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
